সংস্কৃতি যেখানে যেমন

ঋত্বিকের অনুষ্ঠান
সিউড়ির নাট্যসংস্থা ‘আনন’-এর প্রযোজনা ‘কহেন কবি কলিদাস’ নামের নাটকটি মঙ্গলবার ‘বিশ্ব নাট্য দিবস’-এ বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ হয়। নাটক অতনু বর্মন। মঞ্চ, আবহ ও নির্দেশনা উজ্জ্বল হক। ‘বিশ্ব নাট্য দিবস’-এর ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বহরমপুরের ‘ঋত্বিক’। রবীন্দ্রসদনের এ দিনের অনুষ্ঠানে আমেরিকার সিনেমা ও নাট্য অভিনেতা জন ম্যালকোভিচ-এর ‘বিশ্ব নাট্য দিবস’-এর বাণী পড়ে শোনানো হয়। ‘বিশ্ব নাট্য দিবস’ নিয়ে আলোচনা করেন নাটকের পত্রিকা ‘আননায়ুধ’-এর সম্পাদক স্বপন রায়।

সাহিত্যপাঠ
গত রবিবার নিরবিচ্ছিন্ন ভাবে দেড়শোতম মাসিক সাহিত্যপাঠের আসর পূর্ণ করল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’। প্রতিমাসের শেষ রবিবারে ওই আসর বসে সংস্থার কবি কল্পনা রায়চৌধুরীর বাড়িতে। মুর্শিদাবাদ ছাড়াও লাগোয়া নদিয়া ও বীরভূম থেকে আগত লেখক, কবি ও সম্পাকদরা স্বরচিত লেখা পাঠ করেন। সংস্থার সম্পাদক কুশলকুমার বাগচী বলেন, “গত রবিবার ১৫০তম মাসিক সাহিত্যপাঠের আসরে স্বরচিত কবিতা, গল্প ছড়া ও প্রবন্ধ পাঠ করেন মোট ৪৯ জন।”

যুগাগ্নির আলোচনা
বহরমপুরের ‘যুগাগ্নি’ নাট্যসংস্থার মহলা কক্ষে নাট্যভিনয় ও নাটক নিয়ে আলোচনার মাধ্যমে মঙ্গলবার অনুষ্ঠিত হল ‘বিশ্ব নাট্য দিবস’। আলোচনার বিষয় ‘বর্তমান সময়ে গ্রুপ থিয়েটার’। আলোচনা করেন ফরাক্কার নাট্যদল ‘নাট্যাঙ্গন’-এর নির্দেশক দুলাল চক্রবর্তী। তার পর ‘যুগাগ্নি’ নাট্যসংস্থার মহলা কক্ষের সামনে মঞ্চস্থ করা হয় নাটক ‘দল-ছুট’। মঞ্চস্থ করে ‘যুগাগ্নি’।

এসো নাটক দেখি
মঙ্গলবার ছিল ‘বিশ্ব নাট্য দিবস’। তার এক দিন আগেই গত সোমবার নদিয়ার তেহট্টের ‘লালন’ নামের সংস্থা ‘এসো নাটক দেখি’ নামে একটি অনুষ্ঠান করে। ওই দিন তেহট্টের দীনবন্ধু মঞ্চে দু’টি শিশু নাটক মঞ্চস্থ করা হয়। শান্তিপুরের ‘বঙ্গপীঠ থিয়েটার গ্রুপ’-এর নাটক ‘অনন্ত যাত্রা’ ও ‘লালন’-এর নাটক ‘লক্ষ্মণের শক্তিশেল’ মঞ্চস্থ হয়। তেহট্টের ১০টি স্কুলের পড়ুয়াদের নিয়ে গত ৩০ সেপ্টেম্বর নাট্য প্রতিযোগিতা হয়।

বসন্তোৎসব
২৫ মার্চ বহরমপুর রবীন্দ্রসদনে বসন্ত উৎসব পালন করল বহরমপুরের ‘রবীন্দ্রমেলা’ কমিটি। কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশিত হয়। সংস্থার অন্যতম কর্মকর্তা বিশ্বজিৎ সরকার বলেন, “সুরচিত্রন, নাইয়া, বহরমপুর ভরত নাট্যম, নৃত্যায়ন, স্মৃতি সম্ভর, বিমল স্মৃতি সংস্কৃতি চক্র-সহ বহরমপুরের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংস্থা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।”


রঘুনাথঞ্জের রবীন্দ্রভবনে নাটক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.