টুকরো খবর |
নাবালিকা ধর্ষণে ধৃত গৃহশিক্ষক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সাত বছরের এক নাবালিকা স্কুল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার একটি মেস থেকে শেখ নূর হাসান নামে বছর কুড়ির ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি কেশপুরের উঁচাহার গ্রামে। এ দিন ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক রোহন সিংহ তদন্তের স্বার্থে অভিযুক্তকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ঝাড়গ্রাম শহরের অদূরে একটি পলিটেকনিকের তৃতীয় বর্ষের ছাত্র নূর হাসান শহরের বাছুরডোবায় ওই মেসে থাকতেন। শহরেরই একটি প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীটিকে বাড়িতে গিয়ে পড়াতেন নূর। অভিযোগ, সোমবার সকালে অন্যান্য দিনের মতো মেয়েটির বাড়িতে পড়াতে গিয়েছিলেন তিনি। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে মেয়েটিকে নূর ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানাতে মেয়েটিকে নিষেধও করেন ওই পলিটেকনিক-ছাত্র। পরে বাড়ির লোকেদের অবশ্য ঘটনার কথা জানিয়ে দেয় মেয়েটি। মঙ্গলবার ঝাড়গ্রাম হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়। এ দিনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঝাড়গ্রামের জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায়ের কাছে মেয়েটির এবং মেয়েটির মায়ের জবানবন্দিও নথিভুক্ত করা হয়। |
যুবক ও প্রৌঢ়ের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সোমবার বিকেলে কাঁথিতে দু’টি দুর্ঘটনায় দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। কাঁথি শহরের একটি লেদ কারখানায় কাজ করতে গিয়ে স্বপন বেরা (২২) নামে এক যুবক তড়িদাহত হয়। তাঁকে সঙ্গে সঙ্গে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত স্বপনের বাড়ি কাঁথি থানার ফুলেশ্বর দুরমুঠ গ্রামে। অন্য দিকে সোমবার বিকেলেই কাঁথি থানার রামচন্দ্রপুর এলাকায় মোটরবাইকের ধাক্কায় বীরেন্দ্রনাথ বেরা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। কাঁথি থানা সূত্রে জানা গিয়েছে, এক মৎস্য ব্যবসায়ী সমুদ্রপুর থেকে মাছ নিয়ে মোটরবাইকে কাঁথি আসার পথে রামচন্দ্রপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বীরেন্দ্রবাবুকে ধাক্কা মারেন। গুরুতর আহত বীরেন্দ্রনাথবাবুকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মারা যান। |
অশান্তি, লাঠিচার্জ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
গ্রামে গণ্ডগোল মেটাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মঙ্গলবার দুপুরে হলদিয়ার বালুঘাটা সংলগ্ন ঈশ্বরদহ জালপাই গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামের দু’দল বাসিন্দার বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত। একজন গ্রামবাসীকে ‘আটক’ করে মারধর করতে থাকে অপরপক্ষ। ওই লোকটিকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। তখনই গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়। জখম হন ভবানীপুর থানার এএসআই পার্থ চট্টোপাধ্যায়। এরপর জনতাকে হটাতে লাঠিচার্জ করে পুলিশ। জখম হন চার গ্রামবাসী। চার গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। |
দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সোমবার বিকেলে কাঁথিতে দু’টি দুর্ঘটনায় দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। কাঁথি শহরের একটি লেদ কারখানায় কাজ করতে গিয়ে স্বপন বেরা (২২) নামে এক যুবক তড়িদাহত হয়। তাঁকে সঙ্গে সঙ্গে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত স্বপনের বাড়ি কাঁথি থানার ফুলেশ্বর দুরমুঠ গ্রামে। অন্য দিকে সোমবার বিকেলেই কাঁথি থানার রামচন্দ্রপুর এলাকায় মোটরবাইকের ধাক্কায় বীরেন্দ্রনাথ বেরা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। কাঁথি থানা সূত্রে জানা গিয়েছে, এক মৎস্য ব্যবসায়ী সমুদ্রপুর থেকে মাছ নিয়ে মোটরবাইকে কাঁথি আসার পথে রামচন্দ্রপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বীরেন্দ্রবাবুকে ধাক্কা মারেন। গুরুতর আহত বীরেন্দ্রনাথবাবুকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মারা যান। |
তরুণীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • এগরা |
প্রায় ১৬ দিন পর মিলল নিখোঁজ তরুণীর পচাগলা দেহ। ঘটনাটি পটাশপুর থানা এলাকার ফতেপুর গ্রামের। পুলিশ জানিয়েছে, কৃষ্ণা ঘোষ (১৮) নামে স্থানীয় ওই তরুণীর গত ১০ মার্চ থেকে খোঁজ মিলছিল না। ১১ মার্চ ছিল তাঁর বিয়ে। সোমবার বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধান খেতে কৃষ্ণার দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোক। |
|