দলীয় কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের বেতরায়। অরিন্দম পাঁজা নামে জখম যুবককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অরিন্দমবাবুর বাঁ হাত ভেঙেছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। তাঁকে মারধরের ঘটনায় তৃণমূলের একটি গোষ্ঠীর নেতা হরেরাম রায়, সাজাহান খান-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোঘাটের পুলিশ কর্তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রহৃত অরিন্দম পাঁজা স্থানীয় তৃণমূল নেতা অনুপ ঘোষের অনুগামী। অনুপবাবুর অভিযোগ, এলাকায় ‘প্রভাব’ বিস্তার করতেই সিপিএম থেকে আসা কয়েক জন দুষ্কৃতী দলের কর্মীদের মারধর করেছে। অন্য দিকে, হরেরামবাবু তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “কয়েক জন দুষ্কৃতী সন্ত্রাস করেছিলেন। গ্রামবাসীরাই ওই ঘটনায় প্রতিরোধ করেছেন।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ গ্রেফতার হয়নি। |
অনশন শুরু ঠিকাকর্মীদের
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
রাজ্য শ্রম দফতর নির্ধারিত দৈনিক মজুরির দাবিতে বিভিন্ন হাসপাতালে ঠিকাকর্মীরা মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন। আরামবাগ হাসপাতালে অনশন তুলতে তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সকালে আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার নেতৃত্বে তৃণমূলের লোকজন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। ‘সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী সংগঠন’-এর আরামবাগ শাখার সম্পাদক পঙ্কজ নন্দীর অভিযোগ, “তৃণমূল নেতারা হুমকি দেন, অনশন না তুললে তাঁরা অন্য ব্যবস্থা নেবেন।” বিধায়ক বলেন, “দলের এক জন এমন বলেছেন। এটা ঠিক হয়নি। তাঁকে সতর্ক করা হচ্ছে।” |