|
|
|
|
সিপিআই পার্টি কংগ্রেস |
তৃতীয় ফ্রন্টের ডাক বর্ধনের |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ফের বামপন্থীদের নিয়ে তৃতীয় ফ্রন্টের ডাক দিল সিপিআই। আঞ্চলিক দলগুলির উত্থান ও দেশের প্রধান দল কংগ্রেস ও বিজেপি-র ভোটব্যাঙ্কে অবক্ষয় দেখে গত কিছু দিন ধরেই তৃতীয় ফ্রন্টের বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। এ বার সেই দিকে লক্ষ্য রেখে কংগ্রেস ও বিজেপি-বিরোধী ফ্রন্টের ডাক তাদের পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে দিয়েই রাখল সিপিআই। সিপিআই সাধারণ সম্পাদক এ বি বর্ধন মনে করছেন, বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে বামপন্থী দল এবং তার সহযোগীদের তৃতীয় মঞ্চ।
সিপিআইয়ের ২১ তম পার্টি কংগ্রেস আজ শুরু হল প্রকাশ্য সমাবেশের মাধ্যমেই। আজ পটনার গাঁধী ময়দানের এই সমাবেশে বর্ধন বলেন, “আপনারা কাদের সঙ্গে থাকবেন তা ঠিক করতে হবে। বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে থাকবেন, না মেহনতী মানুষের সঙ্গে থাকবেন? মনে রাখবেন বামপন্থীরা মেহনতী মানুষের পক্ষে।” তিনি দুই দলের সমালোচনা করে বলেন, “কংগ্রেস এবং বিজেপিকে মানুষ প্রত্যাখান করেছে। এরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির উত্থান হচ্ছে।”
বিহারের প্রসঙ্গে তিনি বলেন, “গৌতম বুদ্ধ, মহামতি অশোকের কর্মভূমি এই বিহার। এই রাজ্যের মানুষের কল্যাণের জন্য বিজেপি, আরজেডি ও নীতীশ কুমারের দল জেডইউ, কেউই কোনও কাজ করেনি।” তিনি বলেন, “নীতীশ কুমার ক্ষমতায় আসার পর রাজ্যের জমির হিসেব তৈরির জন্য তিনি ‘বন্দ্যোপাধ্যায় কমিটি’ তৈরি করেছিলেন। সেখানে রাজ্যের জমির সবিস্তার হিসেব দেওয়া হয়েছিল।” তিনি নীতীশ কুমারের উদ্দেশে বলেন, “ভূমিহীনদের ১০ ডেসিমেল করে জমি দেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছিল। মুখ্যমন্ত্রী বলুন, কত জন ভূমিহীনকে জমি দিয়েছেন।” তিনি ভূমিহীনদের জমি দেওয়ার দাবি জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “এর জন্য আপনাদের সংঙ্ঘবদ্ধ আন্দোলন করতে হবে। কমিউনিস্টরা আন্দোলনে ভয় পায় না। তাঁরা গুলি, লাঠির সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে পিছপা না।” ভূমিহীনদের জমি পাইয়ে দেওয়ার দাবিতে আগামী দিনে তাঁর দল যে লড়াইয়ে নামতে চলেছে সেটাও স্পষ্ট করে দেন দলের সাধারণ সম্পাদক। |
|
|
|
|
|