|
|
|
|
‘দাদাগিরি’ চলবে না বাম ঐক্যে, সরব ফব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাম বিকল্প গড়ে তোলার ‘ব্যর্থতা’ এবং নাম না-করে সিপিএমের ‘দাদাগিরি’র প্রসঙ্গ তুলে বাম রাজনীতিতে ফের বিতর্ক উস্কে দিল ফরওয়ার্ড ব্লক। বাম দলগুলির নেতৃত্বের ‘ব্যর্থতা’ এবং নীতির ‘ভুলে’র জন্যই বাম আন্দোলন দানা বাঁধতে পারছে না বলে মঙ্গলবার মন্তব্য করেন বাম শরিক ফব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। বিধানসভা নির্বাচনে রাজ্যে বামেদের ভরাডুবির পরেই সিপিএম-সহ বাম নেতৃত্বে পরিবর্তনের দাবিতে সরব হয়েছিল ফব। তাৎপর্যপূর্ণ ভাবে, দেবব্রতবাবুরা তাঁদের ওই মতামতের পুনরাবৃত্তি করলেন এমন সময়ে, যখন সিপিএমের পার্টি কংগ্রেস মাত্র এক সপ্তাহ পরে, সিপিআইয়ের পার্টি কংগ্রেস শুরু হয়েছে পটনায়।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কলকাতায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ফব-র প্রস্তাবে বলা হয়েছে, ‘বিভিন্ন প্রশ্নে বাম দলগুলি কিছুতেই এক জায়গায় আসতে পারছে না। যৌথ বিবৃতি দিলেই বাম ঐক্য গড়ে উঠবে না। তার জন্য গণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন’। সম্প্রতি ৫ রাজ্যের ভোটের ফল কংগ্রেস ও বিজেপি দেশের দুই বড় দলের কাছেই বড় ধাক্কা ও এই পরিস্থিতির ফায়দা আঞ্চলিক দলগুলি তুলছে বলে বিশ্লেষণ করেছে ফব। সেই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে দেবব্রতবাবু বলেন, “দেশের রাজনীতিতে শূন্যস্থান তৈরি হচ্ছে। কৃষক, শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার কথা ছিল বামেদেরই। প্রকৃত বিকল্প দিতে বামেরা সক্ষম হয়নি। তাদের অবস্থা খুব সঙ্গিন!” তাঁর মন্তব্য, “দাদাগিরি করে লাভ নেই! বাম বিকল্প গড়তে আগে ঐক্য প্রয়োজন।”
বাম ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ‘ঘাটতি’র ব্যাখ্যা করতে গিয়ে দেবব্রতবাবু বলেন, “জাতীয় স্তরে প্রকৃত অর্থে বামফ্রন্ট গড়েই উঠল না! নির্বাচন তো একটা ভিতের উপর দাঁড়িয়ে হয়। আন্দোলনের মাধ্যমে সেই ভিত গড়তে হবে। আমরা অনুঘটকের কাজ করতে চাই। অনেক দেরি হয়েছে। আরও দেরি করলে বামেরা আরও তাৎপর্যহীন হয়ে পড়বে!” বাম গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার ডাক দিয়েই পার্টি কংগ্রেসে বসতে চলেছেন কারাটেরা। তার আগেই দেবব্রতবাবুদের বক্তব্যে নতুন বিতর্কে ইন্ধন পড়ল বলে বাম সূত্রের ব্যাখ্যা। সিপিআইয়ের পার্টি কংগ্রেস উপলক্ষে পটনা যাচ্ছেন দেবব্রতবাবু। সেখানেই কারাট-বর্ধনদের সঙ্গে এই মর্মে তাঁর এক প্রস্ত কথা হবে। |
|
|
|
|
|