পশ্চিমবঙ্গে ফের স্বর্ণশিল্পে
ধর্মঘট শুরু আজ থেকে
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে স্বর্ণশিল্পে ফের ধর্মঘট শুরু হচ্ছে আজ থেকে। এ বার তা লাগাতার চলবে বলে জানিয়েছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে। এ বারের বাজেটে স্বর্ণশিল্পে যে-সমস্ত কর বসানো হয়েছে, তা তোলার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে তেমন সাড়া না-পাওয়ার কারণেই তাঁরা ফের ধর্মঘটে নামছেন বলে জানান বাবলুবাবু।
এই দিন অবশ্য লোকসভায় প্রণববাবু বলেন, “স্বর্ণ ব্যবসায়ীদের অসুবিধার কথা বুঝতে পারছি। আশা করি সকলের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানসূত্র বার করা যাবে।” তবে সোনার উপর আমদানি শুল্ক কোনও অবস্থাতেই তোলা হবে না বলে সরকার পক্ষ জানিয়েছে।
কিন্তু প্রণববাবুর ওই কথায় আশ্বস্ত হতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরা। বাবলুবাবু বলেন, “যত দিন উৎপাদন শুল্ক-সহ অন্যান্য প্রস্তাবিত কর তোলা নিয়ে অর্থমন্ত্রীর থেকে নির্দিষ্ট প্রতিশ্রুতি না পাচ্ছি, তত দিন ধর্মঘট চালাব।”
সারা দেশে অবশ্য স্বর্ণশিল্পে লাগাতার ধর্মঘট চলছিলই। সম্প্রতি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরে পশ্চিমবঙ্গের স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগররা ধর্মঘট তুলে নিয়েছিলেন। পার্থবাবু প্রণববাবুকে এ ব্যাপারে চিঠিও লিখেছেন। কিন্তু এখনও কাজের কাজ কিছুই হয়নি।
প্রসঙ্গত, বাজেটে সোনা আমদানি থেকে শুরু করে গয়না তৈরি এবং তা বিক্রির উপর নানা স্তরে কর বসানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী। স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ,এর ফলে এক লাফে প্রতি ১০ গ্রাম সোনার গয়নার দাম ১৫০০ টাকারও বেশি বাড়বে। মার খাবে গয়না বিক্রির ব্যবসা, সমস্যায় পড়বেন কারিগররা। সোনার ব্যবসায় ‘ইনস্পেক্টর রাজ’ ফিরে আসবে বলেও আশঙ্কা স্বর্ণ ব্যবসায়ীদের।
এর বিরোধিতায় ১৭ মার্চ থেকেই দেশ জুড়ে স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগররা আন্দোলন শুরু করেন। লাগাতার ধর্মঘট ছাড়াও বিভিন্ন এলাকায় ধর্না, প্রতিবাদ মিছিল ইত্যাদি করছেন তাঁরা। বহু রাজ্যে গত ১২ দিন ধরে গয়না ও কাঁচা সোনার বাজারে চলছে টানা ধর্মঘট। |