পুরনো গৃহঋণে কম সুদের সুযোগ স্টেট ব্যাঙ্কে
সংবাদসংস্থা • মুম্বই |
পুরনো গৃহঋণ গ্রহীতাদেরও এ বার সুদের বোঝা কিছুটা কমাতে উদ্যোগী ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তারা জানিয়েছে, ওই ঋণগ্রহীতারা এ বার তাঁদের গৃহঋণে পুরনো সুদের হারের বদলে নতুন পরিবর্তনশীল সুদে বাদবাকি টাকা মেটানোর সুযোগ পাবেন। যে হার তুলনায় অনেকটাই কম। স্টেট ব্যাঙ্ক (এসবিআই) কর্তৃপক্ষ জানান, আগে প্রাইম লেন্ডিং রেট অনুযায়ী নির্ধারিত হত ঋণের সুদ। ওই রেট বর্তমানে ১৪.৭৫%। কিন্তু এখন পরিবর্তনশীল সুদ স্থির হয় বেস রেটের ভিত্তিতে। যা মাত্র ১০%। সেই অনুসারে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদ ১০.৫%, ৩০-৭৫ লক্ষে ১০.৭৫%, ৭৫ লক্ষের বেশি হলে ১১%। এ বার পুরনো ঋণগ্রহীতারা তাঁদের বকেয়া ঋণের ১% ফি হিসেবে দিয়ে নতুন এই সুদের আওতায় চলে আসতে পারবেন।
|
ফ্ল্যাটের জন্য আবেদনপত্র চারটি ব্যাঙ্কে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সরকারি-বেসরকারি যৌথ আবাসন প্রকল্পের ফ্ল্যাটের জন্য এ বার একটির জায়গায় মোট চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে আবেদনপত্র তোলা যাবে। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপবাবুর অভিযোগ, “আগের সরকারের আমলে আবাসনের ক্ষেত্রে দরপত্র-প্রক্রিয়া মানা হত না। আমরা এসে ই-টেন্ডারিং চালু করেছি। আগে সরকারি-বেসরকারি যৌথ আবাসন প্রকল্পে ফ্ল্যাট ‘বুক’ করার জন্য শুধু ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে আবেদনপত্র তোলা যেত। আরও তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে এর সঙ্গে যোগ করেছি।” ফ্ল্যাটের জন্য কখন কোথায় লটারি হবে, সেটাও কেউ জানতে পারত না বলে অভিযোগ করেন আবাসনমন্ত্রী। তিনি জানান, এ বার থেকে স্বচ্ছতা বজায় রেখে প্রকাশ্যেই ফ্ল্যাটের জন্য লটারি করা হবে। রাজ্যে আরও ১৪টি আবাসন প্রকল্প রূপায়িত হচ্ছে। এর অধিকাংশই সরকারি কর্মীদের জন্য ভাড়ার আবাসন এবং নিম্ন আয়ের বাসিন্দাদের থাকার জায়গা। কলকাতায় দু’টি এবং রাজারহাট-নিউ টাউনে চারটি প্রকল্প আছে।
|
কিছু নির্দিষ্ট মেয়াদি জমায় সুদ বাড়াল এসবিআই। এতে ৭-৯০, ৯১-১৭৯, ১৮১-২৪০ দিন ও ২৪১ দিন থেকে এক বছর, এই সব জমায় সুদ বেড়ে হল ৮%। |