কয়লা আটক
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
কয়লা বোঝাই ৪০টি গরুরগাড়ি আটক করল পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুবরাজপুর স্টেশনের কাছাকাছি এলাকা থেকে ওই গরুরগাড়িগুলিকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বর্ধমান এলাকা থেকে অবৈধ কয়লা এনে প্রথমে খয়রাশোল, কাঁকরতলা এলাকার বিভিন্ন জায়গায় জড়ো করা হয়। পরে প্রতিদিনই ওই কয়লা নিয়ে গরুরগাড়ি খয়রাশোল, কাঁকরতলা হয়ে দুবরাজপুর দিয়ে যাতায়াত করে। ৮০ টন কয়লা আটক করা হয়েছে। এক গরুরগাড়ির চালককে গ্রেফতার করেছে। তবে বাসিন্দাদের অভিযোগ, পুলিশের মদতেই অবৈধ কয়লা কারবার বছরের পর বছর ধরে চলেছে। এখনও চলছে। তা না হলে এত এত কয়লা বোঝাই গরুরগাড়ি এলাকার উপর দিয়ে যাচ্ছে কী করে? জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অবৈধ কয়লা পাচার বন্ধে অভিযান চলছে। আগামী দিনেও চলবে। তবে কোন কোন এলাকায় কয়লা জড়ো করা হচ্ছিল, তার যথাযথ তথ্য পুলিশের কাছে না পৌঁছনোয় অনেক সময় গাড়িগুলিকে ধরা যায় না।” |
ক্যাফে মালিক ‘খুনে’ গ্রেফতার স্কুল পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়িতে সাইবার ক্যাফের মালিক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ির কেন্দুয়া দক্ষিণপাড়ার বাসিন্দা পনেরো বছরের ওই কিশোরকে ধরে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ওই কিশোর খুনের কথা স্বীকার করেছে। গত বুধবার রাতে প্রতুল চট্টোপাধ্যায় নামে সিউড়ির বড়বাগান এলাকার বাসিন্দা ওই মালিক খুন হন। তাঁর পরিবার পুলিশের কাছে দাবি করেছিলেন, খুন হওয়ার আগেন দিন রাতে কয়েক জন প্রতুলবাবুর কাছে চাঁদা চাইতে এসেছিল। তাঁদের দাবি মতো তিনি চাঁদা দিতে রাজি হননি। সেই কারণে চাঁদা আদায়কারীরা তাঁকে খুন করেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারহাত আব্বাসের দাবি, “জেরায় ওই কিশোর জানিয়েছে, বছর দু’য়েক ধরে ইন্দিরাপল্লির ওই ক্যাফে তার যাতায়াত ছিল। বছর খানেক আগে সেখান থেকে ৪ হাজার টাকা মতো চুরি যায়। তার জন্য প্রতুলবাবু তাকে সন্দেহ করেন এবং টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন তিনি। পরে যাতায়াত বন্ধ করে দেয়। তবে তার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ করায় সে খুন করেছে।” |
উচ্ছেদের নোটিস ‘কালোর দোকানে’
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
উচ্ছেদের নোটিস পেল শান্তিনিকেতনের প্রাচীন ও ঐতিহ্যশালী ‘কালোর দোকান’। আগামী এপ্রিলের মধ্যে ওই দোকান খালি করে দেওয়ার কথা বলা হয়েছে ওই নোটিসে। বর্তমান মালিক আশিসরঞ্জন দেব-এর উকিল নোটিসটি পাঠিয়েছেন। শান্তিনিকেনের বিভিন্ন মহলে ওই উচ্ছেদের কথায় ক্ষোভ তৈরি হয়েছে। রতনপল্লিতে ১৯৫২ সালে কালীপদ দলুই ওই চায়ের দোকানটি চালু করেন। তারপর থেকেই দোকানটি ‘কালোর দোকান’ নামে শান্তিনিকেতনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়ে। শুরুর দিন থেকেই ছিল বহু গুণীজনের আনাগোনা। বিভিন্ন বিশিষ্ট জনের স্মৃতিতেও উজ্জ্বল হয়ে আছে কালোর দোকান। ওই দোকান বর্তমানে চালান কালীপদবাবুর ছেলে মদন দলুই। তিনি বলেন, “ঐতিহ্যের কথা মাথায় রেখে দোকান চালিয়ে রেখেছিলাম। ভবিষ্যতেও দোকানটি চালিয়ে যেতে চাই। আশিসবাবুর কাছে আবেদনও করছি।” উচ্ছেদের নোটিস পেয়ে মদনবাবু শান্তিনিকেতনে আশ্রমিক সঙ্ঘ ও প্রাক্তনী সংগঠনেরও দ্বারস্থ হতে চলেছেন। নোটিসে উদ্বিগ্ন হয়ে কালোর দোকানের সুহৃদরা এখন কোনও সুষ্ঠু সমাধানের পথ খুঁজছেন। |
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
জমি থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে মুরারই থানার হরিশপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এলাকার একটি জমি থেকে গম কাটার সময় এলাকার চাষিরা মাঠে বোমা পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ১২টি বোমা উদ্ধার করেন। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানান, কারা মাঠে বোমাগুলি রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। |
কাল বৈঠক
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাটের শালবাদরা পাথর শিল্পাঞ্চলে অচলাবস্থা কাটাতে কাল বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত রামপুরহাট মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম। তিনি বলেন, “জেলাশাসকের নির্দেশে গাঁওতা নেতৃত্ব, মালিক পক্ষকে নিয়ে আলোচনা করা হবে।” মজুরি বৃদ্ধি নিয়ে জেলা আদিবাসী গাঁওতা সদস্য রহিত হাঁসদার সঙ্গে মালিকদের বিরোধে সম্প্রতি অচলাবস্থার সৃষ্টি হয়। |
অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক কৃষিজীবীর। মৃতের নাম সতন কোনাই (৫০)। বাড়ি ময়ূরেশ্বরের বিদ্যাধরী গ্রামে। রবিবার দুপুরে তিনি নিজের বাড়িতে কীটনাশক খান। সোমবার সিউড়ি সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে ওই ব্যক্তি কীটনাশক খেয়েছেন। |