নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
একশো দিনের প্রকল্পে শ্রমিকদের বঞ্চিত করে যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। গ্রামে যাওয়ার প্রধান রাস্তাগুলি সংস্কার না করে একই রাস্তায় দু’বার কাজ করা হচ্ছে। এই সব নানা অভিযোগে মঙ্গলবার তৃণমূল পরিচালিত সাহাপুর পঞ্চায়েতে স্মারকলিপি দিল কংগ্রেস। যদিও জোট শরিক হিসেবে কংগ্রেসের একজন সদস্য তৃমূলের সঙ্গে আছেন। সাহাপুর অঞ্চল কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী, যুব নেতা গুরুশরণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “সম্প্রতি ১০০ দিনের প্রকল্পে রানাপুর সংসদে যন্ত্র দিয়ে মাটি কাটা হয়েছে। শ্রমিকদের বঞ্চিত করা হয়েছেই এবং প্রকল্পের নিয়ম মানা হয়নি। মাস্টার রোলে দুর্নীতি হয়েছে।” |
পঞ্চায়েত প্রধান বিমান চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব, যদি এমন হয়ে থাকে তা হলে কাজের বরাদ্দ টাকা আটকে দেওয়া হবে। আর মৃত ব্যক্তির নামে টাকা তোলার অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।” ফব সদস্য কাজললতা মালের দাবি, “বেলেপাড়া মৌজায় কাজ চলছিল। ১০ দিন আগে দু’ঘণ্টার জন্য মাটি কাটা এবং ট্রাক্টর দিয়ে মাটি তোলা হয়েছে। শ্রমিকদের অনুমতি নিয়ে হয়েছে।” নিয়মনীতি নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ভুল হয়ে গিয়েছে। প্রধানকেও জানানো হয়নি।” তাঁদের আরও অভিযোগ, তারাপীঠ এলাকায় একটি রাস্তা সংস্কারের প্রয়োজন ছিল না। অথচ দু’বার তা সংস্কার হয়েছে। প্রধান বলেন, “নির্বাচনের সময় ওই রাস্তা সংস্কারের জন্য প্রশাসন বলেছিল। পরে রাস্তাটির কিছু অংশ পুনরায় সংস্কারের প্রয়োজন হয়।” |