নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক সরকারি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বিশ্বজিৎ মুখোপাধ্যায় নামে ওই কর্মী রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে কাজ করেন। সোমবার সন্ধ্যায় নলহাটি এলাকায় ওই সরকারি কর্মীকে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের কর্মী, আধিকারিকেরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সোমবার রাতে তাঁকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রামপুরহাট আদালতে হাজির করানো হয়েছিল। আদালত ওই কর্মীকে ৮ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
অভিযোগ, রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দফতরের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তিনি প্রতারণা করেছেন। ওই দফতরের রামপুরহাট ও ময়ূরেশ্বর এলাকার ফিল্ড সুপারভাইজার মনসুর আহমেদ বলেন, “সম্প্রতি নলহাটি ও লোহাপুর এলাকা থেকে অভিযোগ আসে, এক দালাল সংখ্যালঘু মানুষদের অনুদান শর্তে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে এজেন্ট নিয়োগ করেছেন। |
ধৃত বিশ্বজিৎ মুখোপাধ্যায়। ছবি: সব্যসাচী ইসলাম। |
ভুয়ো ফর্ম ছাপিয়ে বেকার যুবক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিচ্ছিলেন।” তাঁর দাবি, “নলহাটি নামোপাড়ার এক যুবকের কাছে ৩৫ শতাংশ অনুদান শর্তে ঋণ দেওয়ার জন্য ৫ হাজার টাকা চায় দু’জন এজেন্ট। পরে ওই যুবক নলহাটির সংখ্যালঘু দফতরের ফিল্ড সুপার ভাইজার আমিনুল ইসলামের সঙ্গে যোগযোগ করেন। ওই দু’জন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করে রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের নাম জানা যায়। তার পরে পরিকল্পনা করে নলহাটিতে তাঁকে ডাকা হয়। তাঁর কাছ থেকে ভুয়ো ফর্ম ও কিছু রশিদ পাওয়া গিয়েছে। প্রতারিত এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।”
রামপুরহাট ২ ব্লকের বিডিও সোমা সাউ বলেন, “ব্লকে যোগ দেওয়ার পর থেকে ওই কর্মীকে অফিসে খুব একটা দেখতে পেতাম না। মাস তিনেক ধরে অফিসে কোনও কিছু না জানিয়ে অনুপস্থিতির জন্য ওই কর্মীর বেতন আটকে দেওয়া হয়। পরে কর্মী ইউনিয়নের চাপে তাঁকে বেতন দেওয়া হয়।” তাঁর দাবি, “স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ওই কর্মীকে প্রতারণার অভিযোগে গাছে বেঁধে রেখেছিলেন কিছু বাসিন্দা। ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে মাস দু’য়েক আগে আবেদন জানানো হয়েছে।” জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে জেলা ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন আধিকারিক।” সংখ্যালঘু ও বিত্ত নিগমের জেলা কো-অর্ডিনেটর আল হিলাল রশীদি বলেন, “জেলায় এই ধরনের ঘটনা প্রথম। মানুষকে সচেতন হতে হবে।” |