বিভিন্ন দাবিদাওয়ায় কাটোয়ার একটি সরকার অনুমোদিত পলিটেকনিক কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দীর্ঘক্ষণ ঘেরাও করলেন পড়ুয়ারা। মঙ্গলবারের এই ঘটনায় পুলিশ গিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ঘেরাওমুক্ত করে। পড়ুয়াদের অভিযোগ, মঙ্গলবার ছিল অটোমোবাইল বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য ফর্ম পূরণের কথা ছিল। শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত থাকলেও ফর্ম পূরণ হয়নি। তা ছাড়, অটোমোবাইল বিভাগে দীর্ঘ দিন কোনও শিক্ষক নেই। অসুবিধা রয়েছে অন্য বিভাগগুলিতেও। এ সব কারণেই এ দিন ঘেরাও কর্মসূচি পালন করা হয় বলে জানান পড়ুয়ারা। ফর্ম পূরণ কেন হল না, সে বিষয়ে কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোনও কথা বলতে চাননি। অধ্যক্ষ স্বপন ঘোষাল বলেন, “আমি কলকাতায় রয়েছি। নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ হওয়ার কথা। কেন তা হল না, ফিরে খোঁজ নেব।”
|
পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল কাটোয়ার শ্রীখণ্ড গ্রামের সামন্তপাড়ায়। মঙ্গলবার দুপুরে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম শ্যাম দলুই। বাড়ি ওই গ্রামেই। তিনি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুলিশ জানায়, ময়না-তদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। |