স্বামীর ‘প্রেমিকা’র চুল ছেঁটে গালে অ্যাসিড, গ্রেফতার
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক বধূর চুল কেটে নেওয়া ও গালে অ্যাসিড লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল পূর্বস্থলীতে। রীতা সাহা নামে ওই বধূকে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় কনিকা দেবনাথ নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্বামীর সঙ্গে রীতাদেবীর সম্পর্ক রয়েছে, এমন দাবি তুলেই কনিকাদেবী বেশ কিছু লোকজন নিয়ে চড়াও হয়েছিলেন বলে অভিযোগ।
পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া এলাকার বৈদ্যপুর গ্রামের দু’প্রান্তে বাস সাহা ও দেবনাথ পরিবারের। রীতাদেবীর স্বামী রাজু সাহা পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগে জানান, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁরা বাড়িতে বসে টিভি দেখছিলেন। আচমকা কনিকাদেবী, তাঁর শ্বশুর গোপাল দেবনাথ ও দেওর পরিমল দেবনাথ বেশ কিছু লোকজন নিয়ে চড়াও হন। রীতাদেবীকে বাড়ি থেকে টেনে বের করে তাঁরা গালিগালাজ করেন। মাথার চুল কেটে নেওয়া হয়। অসীমা সরকার নামে কনিকাদেবীর এক পড়শি রীতাদেবীর গালে অ্যাসিড লাগিয়ে দেয়। রীতাদেবী জ্ঞান হারান। রাজুবাবুর কথায়, “আমার সামনেই এই ঘটনা ঘটে। বাধা দিতে গেলে আমাকেও মারে ওরা।” তাঁর আরও অভিযোগ, এর পরে হামলাকারীরা চলে গেলেও কিছু ক্ষণ বাদে ফিরে আসে। এ বার রীতাদেবীকে জোর করে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে চলে যায় তারা।
নিজস্ব চিত্র।
সোমবার রাজুবাবু পুলিশের কাছে অভিযোগ করার পরে সন্ধ্যায় কনিকাদেবীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার কালনা আদালতে তোলা হলে ৫ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। কনিকাদেবী অবশ্য চুল কেটে নেওয়া ও গালে অ্যাসিড দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, গত তিন বছর ধরে স্বামী কৃষ্ণ দেবনাথের সঙ্গে রীতাদেবীর সম্পর্ক রয়েছে। এমনকী তাঁর স্বামী ওই মহিলাকে অর্থ সাহায্যও করতেন বলে তাঁর দাবি। বারবার স্বামীকে এই সম্পর্ক থেকে সরে আসতে বলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত রীতাদেবীকে এ নিয়ে সাবধান করতেই রবিবার পরিজন ও পড়শিদের নিয়ে তাঁর বাড়িতে যান বলে জানান কনিকাদেবী। তিনি বলেন, “গ্রামের কয়েক জনের সামনে রীতা মুচলেকা দেয়, এই সম্পর্কে আর জড়াবে না। কিন্তু আমরা কেউ তার চুল কাটিনি বা অ্যাসিড ঢালিনি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শ্বশুর-শাশুড়ি আমার পাশে রয়েছেন।” দেবনাথ দম্পতির দু’বছরের ছেলে ও সাত বছরের মেয়ে রয়েছে। শিশুপুত্রকে সঙ্গে নিয়েই জেলে গিয়েছেন কনিকাদেবী। তাঁর দাদা, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা মানিক দেবনাথ বলেন, “বোন ছোট থেকেই শান্ত স্বভাবের। ও এমন কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। ভাগ্নার জন্য কষ্ট হচ্ছে। ওকে আমরা নিজেদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”
দেবনাথ পরিবারে যাতায়াতের কথা স্বীকার করলেও কৃষ্ণবাবুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে রীতাদেবীর দাবি। তিনি বলেন, “ওদের বাড়ির লোকজনও নানা অনুষ্ঠানে আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে আমার উপরে অত্যাচার করল ওরা। দোষিদের উপযুক্ত শাস্তি চাই।” পূর্বস্থলী থানার পুলিশ জানায়, এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গোপাল দেবনাথ, পরিমল দেবনাথ-সহ চার অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজ চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.