গাড়ি চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আহমেদ রাজা। তাকে জেরা করে একটি গাড়ি চুরি চক্রের হদিস মিলেছে বলে জানিয়েছে পুলিশ। চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির শেষ দিকে পুলিশ একটি গাড়ি পাঞ্জাবি মোড় এলাকা থেকে দাবিহীন অবস্থায় বাজেয়াপ্ত করা হয়। কিছু দিন পরে রানিগঞ্জের আহমেদ রাজা আইনজীবীর মাধ্যমে ওই গাড়িটি আদালতে দাবি করে। বর্ধমান পরিবহণ দফতরের রেজিস্ট্রশন শংসাপত্র জমা দেয় সে। রেজিস্ট্রেশন শংসাপত্রটি বৈধ হলেও অন্য কাগজপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটি যে সংস্থা নির্মাণ করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, ২০০৮-এ রাজরাপ্পার এক ডিলারের কাছ থেকে রামগড়ের বাসিন্দা এক ব্যক্তি ওই গাড়িটি কিনেছিলেন। বছর দু’য়েক আগে সেটি চুরি হয়ে যায়। স্থানীয় থানার তদন্তের পরে ওই ব্যক্তি গাড়ির বিমা বাবদ অর্থও পেয়ে যান। এর পরে পুলিশ ডিলারের কাছ থেকে গাড়িটি বিক্রি সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। আহমেদ রাজার দেওয়া তথ্যের সঙ্গে ওই তথ্যের গরমিল থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।
|
ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দায়ের করায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় মঙ্গলবার জানান, ২৫ মার্চ আসানসোল দক্ষিণ থানায় রাজেশ তিওয়ারি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ২০ মার্চ সন্ধ্যায় দুই মোটরবাইক আরোহী তাঁর টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ভাস্করবাবু বলেন, “আমরা তদন্ত করে জানতে পারি, ওই ব্যক্তি তাঁর মালিকের হয়ে বিভিন্ন দোকান-বাজার থেকে বকেয়া আদায় করে। ঘটনার দিন আদায় করা টাকা আত্মসাৎ করার জন্য সে ও তার এক বন্ধু ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল।” পুলিশ জানিয়েছে, রাজেশ ও তার বন্ধু অমিত কোনারকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করেছে পুলিশ।
|
জলের দাবিতে রানিগঞ্জের রতিবাটি পঞ্চায়েত অফিসে প্রধানকে চার ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কলে জল পড়ে না। পঞ্চায়েত কর্তৃপক্ষ আশ্বাস দিলেও ট্যাঙ্কারে জল পাঠানো হচ্ছে না। পঞ্চায়েত প্রধান শিখা বাদ্যকর জানান, দ্রুত সমাধান করা হবে।
|
শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার দুর্গাপুর থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বি-জোনের রাজেন্দ্রপ্রসাদ রোডের এক বাসিন্দা অভিযোগ করেন, সোমবার রাতে জোর করে বাড়িতে ঢুকে কয়েক জন তাঁর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। চেঁচামেচি শুনে আশপাপাশের বাসিন্দারা চলে এলে তারা চম্পট দেয়। রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এ দিন ওই তিন জনকে ধরে পুলিশ।
|
সম্প্রতি দুর্গাপুরের তিলক ইউনাইটেড ক্লাব সভাগৃহে ‘ত্রিষ্টুপ’ পত্রিকার দ্বাদশ বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে এক সাহিত্যসভার আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক ব্রজকুমার সরকার জানান, স্বরচিত কবিতা পাঠ করেন উপস্থিত কবিরা। |