খেলার টুকরো খবর

দুর্গাপুরের দুই কলেজ ফাইনালে
বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনালে উঠল দুর্গাপুরের দু’টি কলেজ। মঙ্গলবার সেমিফাইনালে মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয় মাত্র ২ রানে হারিয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজকে। মাইকেল করে ১৮.২ ওভারে ৯৬। সুরজ রাম ৩৪ রান করেন। বাঁকুড়ার মুকুল পাত্র ২১ রানে ৫ উইকেট দখল করেন। পরে বাঁকুড়া করে ২৩.১ ওভারে ৯৪। মাইকেলের বিশাল সিংহ লামা ১৫ রানে ৪ ও সুমন ঘোষাল ১৭ রানে ৪ উইকেট দখল করেন। আগের দিন সেমিফাইনালে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ৮ উইকেটে হারায় সিউড়ি বিদ্যাসাগর কলেজকে। প্রথমে সিউড়ি ১৫.২ ওভারে করে ৬৫। গভর্নমেন্ট কলেজের জয় দত্ত ১১ রানে ৪ ও সৌমজিৎ কর্মকার ৬ রানে ৪ উইকেট দখল করেন। গভর্নমেন্ট কলেজ করে ৯.৩ ওভারে ৬৭-২। ত্রিদিব মাহাতো ২৯ ও জয় দত্ত ২৮ করেন।

জয়ী সুভাষ এসি
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বিসিসি মাঠের খেলায় বিজয়ী হল সুভাষ এসি। তারা সাইনিং ক্লাবকে ৩২ রানে হারায়। প্রথমে ব্যাট করে সুভাষ এসি ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। জবাবে সাইনিং ক্লাবের ইনিংস ১২৫ রানে শেষ হয়ে যায়। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল রানিগঞ্জের অশোক সঙ্ঘ। তারা শান্তিদেবী সিএ-কে ৫০ রানে হারায়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ সব উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে শান্তিদেবী সিএ-র ইনিংস ১২৪ রানে শেষ হয়ে যায়। অন্য দিকে, বারাবনির ঘরের মাঠের খেলায় বিজয়ী হল দোমহানি একাদশ। তারা চিত্তরঞ্জন সিএ-কে ১০৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি ২০৮ রান তোলে। জবাবে চিত্তরঞ্জনের ইনিংস ১০২ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৯১ রান করে বিজয়ী দলের দয়াময় দাস।

হকি লিগ শুরু
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হকি লিগে মঙ্গলবার প্রথম দিনের প্রথম খেলায় বিজয়ী হল ক্লাব স্যান্টোস। টাউন ক্লাব মাঠের খেলায় এ দিন তারা জিবিএফসি-কে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে মহম্মদ রাজা ও অভিজিৎ গুহ গোল করেন। অন্য দিকে, বিজিত দলের হয়ে আফতার খান গোলটি করেন। একই মাঠে দ্বিতীয় খেলায় দুর্গাপুর টাউন ক্লাব ১-০ গোলে হারায় বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবকে। গোলটি করেন সঞ্জয় পাসোয়ান। ম্যাচ পরিচালনা করেন নবকুমার রায়, বিশ্বজিৎ চক্রবর্তী ও আফসার খান।

দ্বিতীয় ডিভিশন লিগ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে উদয় সঙ্ঘ ১০২ রানে হারায় ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। প্রথমে উদয় সঙ্ঘ ৩৫ ওভারে করে ২১২-৫। ফারিক আজম করেছেন ৬৮। সমরচন্দ্র দাস করেন ২৪। ভাতছালার রাজু দাস ২৪ রানে ২ ও সুমিত মিত্র ২৮ রানে ২ উইকেট পান। ভাতছালা ৩০.৫ ওভারে করে ১১০। দীপজয় মণ্ডল করেন ৪৮। ফারুক আজম ৮ রানে ৪ উইকেট পান। ওয়াসিম আক্রম ও রাকেশ খান দু’টি করে উইকেট পান।

অনূর্ধ্ব ১৭ ফুটবল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল মহিশিলা রবীন্দ্র সঙ্ঘ। ডিপোপাড়া মাঠের খেলায় তারা আড়াডাঙা এমবিজি-কে ৪-১ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.