বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনালে উঠল দুর্গাপুরের দু’টি কলেজ। মঙ্গলবার সেমিফাইনালে মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয় মাত্র ২ রানে হারিয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজকে। মাইকেল করে ১৮.২ ওভারে ৯৬। সুরজ রাম ৩৪ রান করেন। বাঁকুড়ার মুকুল পাত্র ২১ রানে ৫ উইকেট দখল করেন। পরে বাঁকুড়া করে ২৩.১ ওভারে ৯৪। মাইকেলের বিশাল সিংহ লামা ১৫ রানে ৪ ও সুমন ঘোষাল ১৭ রানে ৪ উইকেট দখল করেন। আগের দিন সেমিফাইনালে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ৮ উইকেটে হারায় সিউড়ি বিদ্যাসাগর কলেজকে। প্রথমে সিউড়ি ১৫.২ ওভারে করে ৬৫। গভর্নমেন্ট কলেজের জয় দত্ত ১১ রানে ৪ ও সৌমজিৎ কর্মকার ৬ রানে ৪ উইকেট দখল করেন। গভর্নমেন্ট কলেজ করে ৯.৩ ওভারে ৬৭-২। ত্রিদিব মাহাতো ২৯ ও জয় দত্ত ২৮ করেন।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বিসিসি মাঠের খেলায় বিজয়ী হল সুভাষ এসি। তারা সাইনিং ক্লাবকে ৩২ রানে হারায়। প্রথমে ব্যাট করে সুভাষ এসি ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। জবাবে সাইনিং ক্লাবের ইনিংস ১২৫ রানে শেষ হয়ে যায়। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল রানিগঞ্জের অশোক সঙ্ঘ। তারা শান্তিদেবী সিএ-কে ৫০ রানে হারায়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ সব উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে শান্তিদেবী সিএ-র ইনিংস ১২৪ রানে শেষ হয়ে যায়। অন্য দিকে, বারাবনির ঘরের মাঠের খেলায় বিজয়ী হল দোমহানি একাদশ। তারা চিত্তরঞ্জন সিএ-কে ১০৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি ২০৮ রান তোলে। জবাবে চিত্তরঞ্জনের ইনিংস ১০২ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৯১ রান করে বিজয়ী দলের দয়াময় দাস।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হকি লিগে মঙ্গলবার প্রথম দিনের প্রথম খেলায় বিজয়ী হল ক্লাব স্যান্টোস। টাউন ক্লাব মাঠের খেলায় এ দিন তারা জিবিএফসি-কে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে মহম্মদ রাজা ও অভিজিৎ গুহ গোল করেন। অন্য দিকে, বিজিত দলের হয়ে আফতার খান গোলটি করেন। একই মাঠে দ্বিতীয় খেলায় দুর্গাপুর টাউন ক্লাব ১-০ গোলে হারায় বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবকে। গোলটি করেন সঞ্জয় পাসোয়ান। ম্যাচ পরিচালনা করেন নবকুমার রায়, বিশ্বজিৎ চক্রবর্তী ও আফসার খান।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে উদয় সঙ্ঘ ১০২ রানে হারায় ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। প্রথমে উদয় সঙ্ঘ ৩৫ ওভারে করে ২১২-৫। ফারিক আজম করেছেন ৬৮। সমরচন্দ্র দাস করেন ২৪। ভাতছালার রাজু দাস ২৪ রানে ২ ও সুমিত মিত্র ২৮ রানে ২ উইকেট পান। ভাতছালা ৩০.৫ ওভারে করে ১১০। দীপজয় মণ্ডল করেন ৪৮। ফারুক আজম ৮ রানে ৪ উইকেট পান। ওয়াসিম আক্রম ও রাকেশ খান দু’টি করে উইকেট পান।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল মহিশিলা রবীন্দ্র সঙ্ঘ। ডিপোপাড়া মাঠের খেলায় তারা আড়াডাঙা এমবিজি-কে ৪-১ গোলে হারায়। |