বিরাট কোহলির দাবি, “সমালোচকদের জন্যই নিজেকে পাল্টেছি এমনটা কিন্তু কেউ ভাববেন না!” আর তাঁর লক্ষ্য, “ভারতকে যত বেশি সম্ভব ম্যাচে জেতানো। যত বেশি সম্ভব ম্যাচ জেতানো ইনিংস খেলা।”
আইসিসি-র সঙ্গে একটি বাণিজ্যিক সংস্থার গাঁটছড়া বাঁধার অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ভারতের সহ-অধিনায়ক। সেখানে কোহলি বলেন, “সামনে এগোনো নিয়ে চিরকালই আত্মবিশ্বাস ছিল। আমার মাঠের বাইরের জীবনযাপনের ধরন নিয়ে অনেক লোক অনেক সমালোচনা করেছে। আমি কিছু ভুল হয়তো করেছিলাম, কিন্তু আমি মনে করি না সমালোচকদের জন্যই আমার ব্যক্তিত্বে পরিবর্তন ঘটেছে। আমার মনের দিক দিয়ে আমি সেই আগের বিরাট কোহলিই আছি। লোকে আমাকে কী ভাবে দেখতে চায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল, আমি নিজেকে কী ভাবে সবার চোখে উপস্থাপন করছি। কারও জন্য নিজের পরিবর্তন না ঘটিয়েও যে নিজেকে সবার মধ্যে বিশেষ একজন করে তুলতে পেরেছি আমি, সেটাই আমার কাছে পরম তৃপ্তির।”
১১টি ওয়ান ডে সেঞ্চুরি এবং সম্প্রতি অ্যাডিলেডে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করা ২৩ বছরের কোহলি আরও বলেছেন, “দলের স্বার্থই আমার কাছে সবার আগে। এশিয়া কাপে ১৮৩-র আগে আমি অনেক বার ১১০ বা ১১৫ করে আউট হয়েছি। ওই দিন থেকে নিজেকে বোঝাতে পেরেছি, সেঞ্চুরির পরেও কোনও ভুল শট না খেলে দলের জন্য বড় সেঞ্চুরির দিকে আমার ইনিংসকে টেনে নিয়ে যাব এ বার থেকে সুযোগ পেলেই। দেশকে আরও অনেক ম্যাচ জেতানোই আমার লক্ষ্য।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং তার পরে আইপিএল ফাইভ-এ ব্যাট করে আনন্দ পেতে চান কোহলি। “ক্রিজে গিয়ে আমি যথা সম্ভব আনন্দ নিয়ে ব্যাট করতে চাই।” উঠতি ক্রিকেটারদের জন্যও কোহলির পরামর্শ থাকছে “নিজের প্রতি সব সময় সৎ থাকো আর যেটাই করবে পুরো আবেগ নিয়ে সেই কাজটা কোরো।” |