জাতীয় টি-টোয়েন্টিতে নামার আগেই বড়সড় ধাক্কা খেল বাংলা। হ্যামস্ট্রিংয়ের চোট গোটা টুর্নামেন্ট থেকেই মোটামুটি ছিটকে দিল বাংলার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
রবিবার বরোদার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে নামছে গত বারের চ্যাম্পিয়ন বাংলা। সেখানে সৌরভ নেই। শনিবার দুবাইয়ে এমসিসি একাদশের হয়ে খেলার সময় চোট পান তিনি। বাংলার হয়ে নামা সম্ভব নয় বুঝে মুম্বই যাওয়ার বদলে এ দিন দুবাই থেকে কলকাতা চলে আসেন সৌরভ। রবিবার জিতলে চব্বিশ ঘণ্টার মধ্যে আবার নামতে হবে বাংলাকে। খবর যা, তাতে রাতারাতি অবস্থার প্রবল উন্নতি না ঘটলে সেই ম্যাচেও সৌরভের নামার সম্ভাবনা কম। তাঁর বদলে আপাতত বাংলার নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি।
একে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের সবুজ উইকেট। তার মধ্যে অধিনায়কের অনুপস্থিতি। ইউসুফ পাঠানদের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে কিছুটা থমথমে বাংলা শিবিরের মেজাজ। সৌরভের অভাব যে বাংলা টের পাবে, সেটা মেনে নিচ্ছেন নতুন নেতাও। এ দিনই মনোজ আর অশোক দিন্দা উড়ে গিয়েছেন মুম্বই। সেখান থেকে ফোনে মনোজ বললেন, “দাদি নেই মানে, ওর অভিজ্ঞতাটাও থাকবে না। অভাব তো একটা টের পাবই। তবে আমরা ভাল খেলছি এখন। ধারাবাহিক জিতছি। আর মাঝেমাঝেই তো দু’তিন জন থাকছে না। জাতীয় দলে চলে যাচ্ছে। সামলে দেওয়া যাবে।” মনোজকে মনে করিয়ে দেওয়া গেল, বরোদায় পাঠান ভাইরা আছেন। তার মধ্যে ইউসুফ প্রায় একা হাতেই টিমকে জিতিয়েছেন কর্নাটকের বিরুদ্ধে। আর দিন কয়েক পরই ইউসুফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাইটদের জেতাতে নামবেন মনোজ। কিন্তু আপাতত চ্যালেঞ্জ ছুড়ে রাখছেন। বললেন, “সব ব্যাটসম্যানের জন্যই আমাদের নির্দিষ্ট প্ল্যান থাকে। ইউসুফের জন্যও থাকবে। ওকে নিয়ে আলাদা করে কিছু ভাবছি না। আর কর্নাটকের বোলিং আর আমাদের বোলিং কিন্তু এক জিনিস নয়। আমাদের পেস অ্যাটাক অনেক ভাল।” দীর্ঘ দিন অধিনায়কত্ব করেননি। হঠাৎই ফের নেতৃত্বের চাপ কাঁধে। সমস্যা হবে কি? “কীসের সমস্যা? আমি তো অনেক দিন ধরেই ক্যাপ্টেন্সি করছি,” পাল্টা প্রশ্ন ছুড়ে দেন বাংলা অধিনায়ক। |
দাদি নেই মানে, ওর অভিজ্ঞতাটাও থাকবে না। অভাব তো একটা টের পাবই। তবে আমরা ভাল খেলছি এখন। ধারাবাহিক জিতছি। আর মাঝেমাঝেই তো দু’তিন জন থাকছে না। জাতীয় দলে চলে যাচ্ছে। সামলে দেওয়া যাবে। মনোজ তিওয়ারি |
|
টিম কী দাঁড়াবে এখনও ঠিক হয়নি। জানা গেল, রবিবার সকালে উইকেট দেখে ঠিক হবে। উইকেটে ঘাস থাকলে, দুই পেসার দিন্দা ও সামি আহমেদের সঙ্গে খেলানো হতে পারে দুই অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্ল এবং সঞ্জীব স্যান্যালকে।
এ দিন রেলওয়েজকে (২০ ওভারে ১৭৯-৯) ১ রানে হারাল দিল্লি (২০ ওভারে ১৮০-৬)। সেমিফাইনালে গেলে বাংলার প্রতিপক্ষ হবে দিল্লি। |