র্যান্টি মার্টিন্স কি সামনের মরসুমে প্রয়াগ ইউনাইটেডের জার্সি গায়ে দিয়ে খেলবেন? শনিবার রাতে হঠাৎ-ই এ রকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি শেষপর্যন্ত এটা বাস্তবায়িত হয় তা হলে সেটাই হবে এ বারের দলবদলের সবথেকে বড় চমক।
গোলমেশিন র্যান্টিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কর্তারা ঝাঁপিয়েছেন, কথা চালাচ্ছেন অনেকদিন ধরে। কিন্তু আই লিগের সর্বোচ্চ গোলদাতা হতে যাওয়া ডেম্পো স্ট্রাইকারকে দলে পেতে হঠাৎ-ই আসরে নেমে পড়েছে প্রয়াগ ইউনাইটেড। গত চার-পাঁচ বছর ধরে কলকাতায় খেলবেন বলে বিভিন্ন দলের কর্তাদের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত নাইজিরিয়ান এই মহা তারকা কথা রাখেননি। থেকে গিয়েছেন ডেম্পোতেই। সে জন্যই ওডাফার মতোই গোল পোস্টের সামনে ভয়ঙ্কর র্যান্টি ‘প্রয়াগ ইউনাইটেডেই খেলবেন’ নিশ্চিত ভাবে লেখা যাচ্ছে না। তবে গোয়ায় খোঁজ নিয়ে জানা গেল, শনিবার রাত পর্যন্ত র্যান্টির মন ইউনাইটেডের দিকেই ঝুঁকে। সই বা অগ্রিম না নিলেও কথাবার্তাও নাকি শেষের পথে। মারগাওতে ফোনে ধরা হলে র্যান্টি বললেন, “আমি আগেই বলেছি কলকাতায় খেলতে চাই। অনেক দলের প্রস্তাব আছে। কিন্তু কারও সঙ্গে এখনও চুক্তি হয়নি। আই লিগ চলছে। ডেম্পোকে চ্যাম্পিয়ন করাই এখন আমার লক্ষ্য।” ডেম্পো এ দিন লিগ শীর্ষে থেকে গেল হ্যালকে হারিয়ে। জোড়া গোল করলেন র্যান্টি। ২১ ম্যাচে ২৫ গোল করে সবার আগে তিনি। গতবার আই লিগেও ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন র্যান্টি।
আই লিগ চলছে। টাকা দিয়ে সই করিয়ে ফেললেও ফেডারেশনের নিয়মানুযায়ী তা প্রকাশ করা যাবে না। প্রয়াগ কর্তারাও তাই কিছু বলতে চাইছেন না। তবে জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের মতোই প্রয়াগ কর্তারাও গত তিন-চার মাস ধরে চেষ্টা চালাচ্ছেন র্যান্টিকে নেওয়ার জন্য। র্যান্টি নাকি শনিবার রাতে তাদের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছেন। কেন প্রয়াগের প্রস্তাব নিয়ে ভাবছেন র্যান্টি। জানা গিয়েছে, বেশি টাকা রোজগারের পাশাপাশি ডেম্পো ছাড়লে কম চাপ আছে এরকম কোনও দলে না কি খেলতে আগ্রহী র্যান্টি।
ইস্টবেঙ্গল অবশ্য পুরো ব্যাপারটির উপর নজর রাখছে। তারাও নানা ভাবে প্রভাবিত করে চেষ্টা চালাচ্ছে র্যান্টিকে দলে পাওয়ার জন্য। বড় অঙ্কের প্রস্তাব দিচ্ছে। শনিবার দুপুরে হঠাৎ-ই রটে যায় র্যান্টি মোহনবাগানের অগ্রিম নিয়ে নিয়েছেন। অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “আমরা র্যান্টির সঙ্গে এক বারও কথা বলিনি। ওডাফার সঙ্গে র্যান্টিএই জুটির কথা আমরা ভাবছিই না। আমাদের অন্য ভাবনা আছে।” যার অর্থ আই লিগের মহাতারকাকে নিয়ে লড়াই ইস্টবেঙ্গল বনাম প্রয়াগের মধ্যেই।
অন্য ভাবনা বলতে কী সেটা অবশ্য অনেকটাই প্রকাশ্যে এসে গিয়েছে। ইস্টবেঙ্গলের টোলগে ওজবেকে বড় অর্থের টোপ দিয়েছে মোহনবাগান। টোলগের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্রয়াগও। ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য নিশ্চিত টোলগে লাল-হলুদ জার্সি পরেই খেলবেন পরের মরসুমে। যাঁকে নিয়ে তিন দলের দড়ি টানাটানি, সেই অস্ট্রেলীয় স্ট্রাইকার অবশ্য দলবদলের প্রশ্ন করলেই ছিটকে অন্য দিকে চলে যাচ্ছেন। বলছেন, “কথা বললে কোচ জরিমানা করবেন।” র্যান্টি-টোলগেদের নিয়ে টানাটানির মাঝে ইস্টবেঙ্গলের ভাসুমকে প্রস্তাব দিল ডেম্পো এবং চার্চিল ব্রাদার্স। |