শততম সেঞ্চুরি করে ওঠা সচিন তেন্ডুলকরকে শুভেচ্ছা বার্তা, বিজয় হাজারে জয়ী বাংলাকে অভিবাদন জানানো পোস্টারের পাশে ইডেনে জায়গা করে নিয়েছে সোনালি-বেগুনি বিশাল একটা পোস্টার। তাতে লেখা, ‘নিউ ডন, নিউ কেকেআর’। আইপিএল ফাইভে নতুন ভোরের সন্ধানে ‘নতুন’ কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে যে রকম ফর্মে রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে থাকা নাইটরা, তাতে নতুন ভোরের স্বপ্ন দেখতেই পারেন শাহরুখ খান।
এশিয়া কাপ মাতিয়ে দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত দেখাচ্ছে স্পিনার সুনীল নারিনকে। উইকেটের মধ্যে আছেন তরুণ দক্ষিণ আফ্রিকান পেসার মার্চেন্ট ডি’লাঞ্জ। সঈদ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে সুপার ওভারে ৫ বলে ২১ হাঁকিয়েছেন ইউসুফ পাঠান। বাংলার হয়ে দুর্ধর্ষ কয়েকটা ইনিংস খেলে দিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল। রয়েছেন এই মরসুমে সফল বাংলার পেসার সামি আহমেদ। দলে ফিরেছেন বিধ্বংসী ব্রেন্ডন ম্যাকালাম। পুরনো মুখেরা তো আছেনই। শনিবার ইডেনে কেকেআর শিবিরে যোগ দেওয়া জয়দেব উনাদকট তো বলেই দিলেন, “এ বার আমাদের দল অনেক বেশি শক্তিশালী। আশা করছি ভাল খেলতে পারব।”
শিবির নামমাত্রেই। দলের প্রধান সদস্যদের আসতে এখনও চার-পাঁচ দিন বাকি। চেনা মুখ বলতে সৌরাষ্ট্রের পেসার উনাদকট। যাঁর গলায় এ দিন শোনা গেল অশোক দিন্দার উচ্ছ্বসিত প্রশংসা। “এই মরসুমে অসাধারণ বল করছে দিন্দা। ও আমাদের সবার কাছেই অনুপ্রেরণা,” বলে গেলেন নাইটদের তরুণ পেসার। জাতীয় দলে জাহির খানের জায়গা ভরাট করার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন তিনি। তবে তার আগে ফোকাস অবশ্যই আইপিএল। “ওয়াসিম আক্রম আমাকে গত দু’বছর ধরে খুব সাহায্য করছেন। এ বারও ওঁর পরামর্শ পেতে চাই। ভাল বল করতে চাই।” |