|
|
|
|
ধৃত দু’পক্ষের ৩ জন |
দাদপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে |
নিজস্ব সংবাদদাতা • দাদপুর |
দলের নেতাকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে, এই অভিযোগ তুলে শুক্রবার হুগলির দাদপুর থানা ঘেরাও করে তৃণমূলের এক দল কর্মী-সমর্থক।
দলেরই বিরুদ্ধ আর এক গোষ্ঠীর এফআইআর-এর ভিত্তিতে পোলবা-দাদপুর ব্লকের মাকালপুর পঞ্চায়েতের যুব তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ খাঁ নামে ওই নেতাকে ধরেছিল পুলিশ। শেষ পর্যন্ত, দলের একাংশের চাপেই পুলিশ থানা থেকে ওই নেতাকে শর্তসাপেক্ষে জামিন দেয়। ঘেরাও ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। জেলা তৃণমূলের এক জেলা নেতা বলেন, “দাদপুরে দলের ছেলেদের মধ্যে একটা সমস্যা আছে। দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা হবে।” |
|
থানা-ঘেরাও। নিজস্ব চিত্র। |
বিধানসভা ভোটের পরে দাদপুরে সিপিএম ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দেন। তৃণমূল সূত্রের খবর, নতুন যোগ দেওয়া ওই সদস্যদের সঙ্গে দলের পুরনো সদস্যদের ‘বনিবনা’ হচ্ছিল না। মাকালপুরের হাসনান মোড়ে তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। পাশেই আর একটি কার্যালয় সম্প্রতি তৈরি হয়। কিছু দিন আগে সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া জয়দেব খাঁয়ের নেতৃত্বে নতুন কার্যালয়টি চলে। দলের পুরনো কর্মীরা জয়দেবকে মেনে নিতে পারছিলেন না বলে দলেরই একটি সূত্র জানিয়েছে। তা নিয়ে দু’পক্ষের আকচা-আকচি চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ জয়দেবের লোকজন পুরনো পার্টি অফিসেতে ঢুকে অরূপবাবু এবং তাঁর অনুগামীদের উপর চড়াও হয়। দু’পক্ষের মারপিট বেধে যায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে শুক্রবার দু’পক্ষের মোট ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
অরূপবাবুকে গ্রেফতারের প্রতিবাদে সকাল ৯টা নাগাদ থানায় জড়ো হন তৃণমূলের কয়েকশো কর্মী-সমর্থক। বিক্ষোভকারীদের অভিযোগ, অরূপবাবু আক্রান্ত হয়েছেন। অথচ তাঁকেই পুলিশ বেআইনি ভাবে গ্রেফতার করেছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। ওই তৃণমূল কর্মীদের অভিযোগ, “যারা সিপিএমের হয়ে বছরের পর বছর ধরে অত্যাচার করে এসেছে, বাছবিচার না করে তাদেরই এখন আমাদের দলে ঢোকানো হচ্ছে। তৃণমূলে এসে এরা দলের পুরনো কর্মী-সমর্থকদের উপরেই ছড়ি ঘোরানোর চেষ্টা করছে।” একই সুরে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলেন, “সিপিএমের হার্মাদরা আমাদের পার্টি অফিসে হামলা চালাল। আর আমাদের দলেরই নেতাকে গ্রেফতার করা হল। পুলিশ এটা ঠিক করেনি। ওরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে আমাদের দলের বদনাম করছে।” জয়দেববাবুর বক্তব্য, “আমি হার্মাদ নই। গত ২৮ ফেব্রুয়ারি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি জেলা সভাপতির উপস্থিতিতেই।” |
|
|
|
|
|