|
|
|
|
বিডিওকে ‘নিগ্রহ’ |
আগাম জামিন পেয়ে গেলেন কলেজের অধ্যক্ষ |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
আগাম জামিন পেলেন গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ সিংহ।
বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, ১৪৪ ধারা ভঙ্গ এবং কটূক্তি করার অভিযোগ দায়ের করেছিলেন গোঘাট-১ ব্লকের বিডিও জয়ন্ত মণ্ডল। শুক্রবার আরামবাগ আদালতে সরোজবাবুর আইনজীবী তপন হাজরা আগাম জামিনের আবেদন জানান। বিচারক তা মঞ্জুর করেন। জামিনের পরে সরোজবাবু পাল্টা জয়ন্তবাবুর বিরুদ্ধে বেআইনি ভাবে খবরদারি করার অভিযোগ তুলে স্মারকলিপি দেন মহকুমা প্রশাসনের কাছে। তবে, এ নিয়ে বিডিও বা অধ্যক্ষ কোনও মন্তব্য করতে চাননি।
কলেজের কাছেই (প্রায় ২০ মিটার) বেঙ্গাই হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। বৃহস্পতিবার ছিল বৃত্তিমূলক শাখার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। কলেজ কর্তৃপক্ষ ‘নিয়মবিরুদ্ধ ভাবে’ পরীক্ষাকেন্দ্রের পাশে কলেজের মাঠ সংস্কারের কাজ করাচ্ছেন বলে অভিযোগ জানান বেঙ্গাই হাইস্কুলের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার বিডিও কলেজে গিয়ে দেখেন, মাঠে মাটি ফেলার কাজ চলছে। লোকের ভিড়ে এলাকা সরগরম। জয়ন্তবাবুর অভিযোগ, সেই সময়ে সরোজবাবু এবং তাঁর কিছু সহকর্মী তাঁকে কটূক্তি করেন। এমনকী, ‘ঘাড়ধাক্কা’ দিয়ে তাঁকে বের করে দেওয়া হয়। স্থানীয় এক তৃণমূল নেতা ও কিছু সমর্থকও তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ। ঘটনাটি মহকুমাশাসককে লিখিত ভাবে জানানোর পাশাপাশি অভিযোগপত্রের প্রতিলিপি তিনি থানাতেও পাঠান।
শুক্রবার মহকুমাশাসক না থাকায় সরোজবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভঙ্কর সরকারের হাতে স্মারকলিপি দেন। পরে মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “বিডিও আইন মোতাবেক কাজ করেছেন। আইন অনুযায়ীই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” |
|
|
|
|
|