|
|
|
|
সরকার বাঁচাতেই ইস্তফা, এ বার মন্তব্য দীনেশের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে ফের মুখ খুললেন দীনেশ ত্রিবেদী। আজ এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “দলীয় নেত্রী বা প্রধানমন্ত্রীর জন্য নয়, সরকার বাঁচাতেই গত রবিবার তিনি ইস্তফা দিয়েছিলেন। তাঁর কথায়, “সরকার থেকে তৃণমূল সমর্থন তুলে নিলেও প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিসভায় রেখে দেওয়ার পক্ষপাতী ছিলেন। কিন্তু আমি সে দিন ইস্তফা না দিলে সরকার অনিশ্চয়তার সামনে পড়ে যেত। সরকার পড়ে যেতে পারত।”
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মনোমালিন্য যে ভাবে বেড়ে চলছে তাতে ভবিষ্যতে কি তিনি কংগ্রেসে যোগ দিতে চলেছেন? সরাসরি এর জবাব দিতে চাননি সদ্য প্রাক্তন রেলমন্ত্রী। তাঁর কথায়, “জীবনে যখন যেমন পরিস্থিতি আসে তখন সেই মতো চলি। তা ছাড়া, রাজনীতি আমার কাছে জীবিকা নয়।”
গত ১৪ মার্চ রেল বাজেটে ভাড়া বাড়ানোর প্রস্তাব রাখার পরেই দলের পক্ষ থেকে দীনেশকে মন্ত্রিত্ব ছাড়তে নির্দেশ দেওয়া হয়। দীনেশ জানান, প্রধানমন্ত্রী বা দলনেত্রীর নির্দেশ ছাড়া তিনি ইস্তফা দেবেন না। ঘটনাচক্রে মমতা গত রবিবার সন্ধ্যায় দিল্লি আসার সিদ্ধান্ত নেওয়ার পরেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন দীনেশ। তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীই তাঁকে ইস্তফা দিতে বলেছিলেন। দীনেশ তা মানতে নারাজ। তাঁর বক্তব্য,“প্রধানমন্ত্রী বা তাঁর দফতর কিংবা কংগ্রেস থেকে কেউ আমাকে ইস্তফা দিতে বলেনি।” |
|
|
|
|
|