|
|
|
|
‘ভাল ছেলে’ হলে মিলবে ফল, দলের আশ্বাস ইয়েদুরাপ্পাকে |
নিজস্ব প্রতিবেদন |
মুখ্যমন্ত্রিত্ব ফিরে পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে নিজের ভাবমূর্তি নতুন করে গড়ায় মন দিচ্ছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। দলীয় সূত্রের খবর, এক শীর্ষ নেতা ইয়েদুরাপ্পাকে বলেছেন, ‘আগে ভাল ছেলে হয়ে দেখাও, তা হলে দলও ভাল কিছু করবে।’
দিল্লি থেকে ফিরেই তাই দলের মধ্যে তাঁর বিরোধীদের নিজের দিকে টানতে উদ্যোগী হয়েছেন ইয়েদুরাপ্পা। জানিয়েছেন, দলের আরও অনেক নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। সুষমা স্বরাজ, অনন্ত কুমারের মতো নেতারা বার বারই বলে আসছেন ‘ব্ল্যাকমেল’-এর রাজনীতি যিনি করছেন, তাঁকে রেয়াত করা হবে না। এঁদের অবস্থান যাতে তাঁর ব্যাপারে বদলায় সে জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন ইয়েদুরাপ্পা। কারণ, দলের বৃহত্তর অংশের সমর্থন না পেলে মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরও সরকার টিকিয়ে রাখা যে কঠিন হবে তা বেশ বুঝতে পারছেন তিনি। ‘ভাল ছেলে হওয়ার’ পদক্ষেপ হিসেবে ইয়েদুরাপ্পা আজই সাফ জানিয়ে দিয়েছেন, দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন। যার অর্থ সদানন্দ গৌড়াকে সরিয়ে তাঁকে এখনই ফের কর্নাটকের মুখ্যমন্ত্রী না করা হলে অচলাবস্থা তৈরি হবে বলে যে জল্পনা শুরু হয়েছিল তার আপাতত অবসান ঘটল। সেই সঙ্গে কেটে গেল রাজ্য বাজেট পাশ হওয়ার অনিশ্চয়তাও।
অবৈধ খননে যুক্ত থাকার অভিযোগে গত জুলাইয়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বাধ্য হন ইয়েদুরাপ্পা। সম্প্রতি কর্নাটক হাইকোর্ট তাঁকে মামলাটি থেকে রেহাই দেওয়ার পর ফের মুখ্যমন্ত্রীর পদ ফিরে পেতে জোরদার দাবি তুলেছিলেন ইয়েদুরাপ্পা। ৬৫ জন বিধায়ককে নিয়ে একটি রিসর্টে একজোটও হন তিনি। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে দেখে তাঁর সঙ্গে তড়িঘড়ি আলোচনায় বসতে চায় বিজেপি হাইকম্যান্ড। দিল্লিতে বিজেপি সভাপতি নিতিন গডকড়ী, লালকৃষ্ণ আডবাণী, অরুণ জেটলি-সহ শীর্ষ নেতারা তাঁর সঙ্গে কথা বলেন। সদানন্দ গৌড়াকে এখনই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো ঠিক হবে না বলে তাঁকে বোঝান তাঁরা। দিল্লি থেকে ফেরার পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়েদুরাপ্পা জানান যে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ২০১২-১৩ আর্থিক বাজেট পেশ করতে সদানন্দ গৌড়াকে সাহায্য করার যে নির্দেশ দল দিয়েছে তা ও তিনি পালন করবেন। |
|
|
|
|
|