|
|
|
|
মহাদলিতদের জন্য বিহারে নীতীশের রেডিও-প্রকল্প |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মহাদলিতদের ঘরে ঘরে নীতীশের সরকার রেডিও পৌঁছে দিচ্ছে। তারই পাশাপাশি, সেই রেডিও-র মাধ্যমে মহাদলিতদের জন্য ‘বিশেষ অনুষ্ঠান’ প্রচারের প্রস্তুতিও চলছে পুরোদমে। আগামী জুলাই মাসের মধ্যে রেডিও-বন্টনের সিংহভাগ কাজ হয়ে যাবে। তারপরেই এই অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা সরকারের। আশা করা হচ্ছে, এর ফলে মহাদলিত ভোটব্যাঙ্কে নীতীশ সরকারের প্রভার আরও বাড়বে। জনজাতি কল্যাণ দফতর থেকে জানানো হয়েছে, ১১ লক্ষ পরিবারের মধ্যে রেডিও বিলির কাজ শেষ হলেই তাঁদের বিশেষ অনুষ্ঠান শুরু করা হবে। তার মধ্যেই বাকি অংশের মানুষের মধ্যে রেডিও দেওয়ার কাজ চলতে থাকবে।
কিন্তু রেডিও দেওয়ার উদ্দেশ্য কী? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই মাসে মহাদলিতদের জন্য প্রতিদিন ১৫ মিনিটের একটি অনুষ্ঠান পটনা রেডিও স্টেশন থেকে সম্প্রচারিত হবে। সেখানে মহাদলিতদের সর্ম্পকে নানারকম খবরা-খবর যেমন থাকবে, পাশাপাশি তাঁদের অধিকার সর্ম্পকেও সচেতন করা হবে। যেমন— মহাদলিতদের জন্য সরকারের কী কী প্রকল্প আছে, মদ বা খৈনি খেলে কী ক্ষতি হতে পারে ইত্যাদি দৈনন্দিন নানা বিষয়েও এই অনুষ্ঠানে পরামর্শ দেওয়া হবে। সেখানে সরকারের পক্ষ থেকে নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন জানানো হবে। এ ছাড়াও থাকবে বিভিন্ন মনোরঞ্জন অনুষ্ঠানও। এর জন্য লেখক ও কলাকুলীদের পরামর্শও নিচ্ছে রাজ্য সরকার।
জনজাতি কল্যাণ দফতরের প্রধান সচিব রবি পরমার বলেন, “রেডিও দেওয়ার জন্য সরকার প্রতিটি মহাদলিত পরিবারের জন্য ৪০০ টাকা করে বরাদ্দ করেছে। তবে সরকার রেডিও কিনবে না। সরকারের তরফে সংশ্লিষ্ট পরিবারগুলিকে কুপন দেওয়া হবে। এই কুপন দেখিয়েই তারা রেডিও কিনবে। প্রায় ২২ লক্ষ রেডিও দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।” সচিব বলেন, “আশা করছি জুলাই মাস থেকেই বিশেষ অনুষ্ঠান শুরু করা যাবে। ১১ লক্ষ পরিবারের মধ্যে রেডিও বিলি হলেই অনুষ্ঠান শুরু করা হবে।”
বিরোধীরা অবশ্য বিষয়টিকে রাজনৈতিক অভিসন্ধি হিসেবেই দেখতে চাইছেন। বিরোধী দলনেতা আব্দুল বারি সিদ্দিকি বলেন, “এখন দলিতদের ঘরে রঙিন টিভি পৌঁছে গিয়েছে। অনেকের ঘরে মোটরসাইকেলও আছে। তা হলে এই রেডিও দিয়ে নতুন কোন সেবা করতে চাইছে সরকার।” তাঁদের মতে, সরকারের ভাল দিকগুলিকে প্রচার করাই নীতীশের আসল উদ্দেশ্য। সরকারের পাল্টা-বক্তব্য, রেডিও দেওয়ার মূল উদ্দেশ্য, দলিতদের কাছে তাদের জন্য তৈরি অনুষ্ঠান পৌঁছে দেওয়া। তাঁদের অধিকার সর্ম্পকে সচেতন করা। |
|
|
|
|
|