ট্রেনে মাদক খাইয়ে লুঠে ধৃত |
যাত্রীদের মাদক খাইয়ে অচেতন করে সর্বস্ব লুঠের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে বোলপুর স্টেশন থেকে গ্রেফতার করল বর্ধমান জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শুকদেব মণ্ডল ওরফে রবি। সে বোলপুরের হাটতলার বাসিন্দা।
কিছু দিন আগে এক দম্পতিকে অচৈতন্য অবস্থায় রামপুরহাট স্টেশনের বাইরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরে তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। এর পরে ১৮ মার্চ সাঁইথিয়া স্টেশনে অচেতন অবস্থায় পাওয়া যায় বর্ধমানের দুই বাসিন্দাকে। পরে সাঁইথিয়া রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। রেলপুলিশ সেই অভিযোগ বর্ধমানে পাঠায়। তদন্তে নেমে বর্ধমান জিআরপি জানতে পারে, ওই কাজে রবি-সহ আরও কয়েক জন জড়িত। রবির খোঁজ পেয়ে বোলপুর স্টেশনে আগে থেকেই হাজির ছিল পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। এ দিন বর্ধমানের সিজেএম আদালতে হাজির করা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বর্ধমান রেলপুলিশের ওসি আশিসকুমার মজুমদার জানান, হাওড়া থেকে সাঁইথিয়ার মধ্যে ‘অপারেশন’ চালায় রবি ও তার সঙ্গীরা। সাধারণ ট্রেন-যাত্রীদের কথায় ভুলিয়ে মাদক খাইয়ে অচেতন করে তাঁদের সমস্ত জিনিসপত্র হাতিয়ে নেয় তারা। তার পরে বর্ধমান, বোলপুর বা সাঁইথিয়ায় নেমে যায়।
রেলপুলিশ জানিয়েছে, ২০০৮ সালেও ট্রেনযাত্রীদের মাদক খাইয়ে জিনিসপত্র লুঠের অভিযোগে গ্রেফতার হয়েছিল শুকদেব। পুলিশের দাবি, এই কাজে জড়িতদের অনেককেই সে চেনে বলে জেরায় স্বীকার করেছে।
|
কালনায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আহ্লাদি মণ্ডল (১৫)। বাড়ি কালনার ষষ্ঠীতলা এলাকায়। কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির কাছেই একটি পেয়ারা গাছে ওড়নার ফাঁসে তাকে ঝুলতে দেখেন তাঁর মা। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতার বাবা নিতাই মণ্ডলের দাবি, এলাকার এক যুবক প্রায়ই উত্ত্যক্ত করত তাঁর মেয়েকে। সম্প্রতি তাকে এ ব্যাপারে নিষেধ করা হলে সে মারধরের হুমকি দেয়। সম্ভবত, সেই কারণে হতাশ হয়েই তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। কালনা থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টির তদন্ত হবে।
|
ব্যবসায়ী খুনের চেষ্টায় ধৃত যুবক |
ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগে নাজির শেখ নামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ওই যুবক ও তার দুই সঙ্গী একটি গাড়ি করে কালনার বিবিতলা এলাকার ব্যবসায়ী খোকন গোস্বামীর দোকানে হাজির হয়। হঠাৎই রিভলবার বের করে খোকনবাবুকে গুলি করতে উদ্যোগী হয় নাজির। কিন্তু আশপাশের দোকানের দু’জন কর্মচারী নাজিরের হাত থেকে রিভলবারটি আচমকা ফেলে দিলে পালিয়ে যায় তারা। পুলিশকে খোকনবাবু জানিয়েছিলেন, গাড়ি কেনা নিয়ে তাদের মধ্যে কিছু দিন ধরেই সমস্যা চলছিল।
|
মন্তেশ্বরে চালু হল পাঠাগার |
একটি পাঠাগার চালু হল ভুরকুণ্ডা উচ্চ বিদ্যালয়ে। বই রাখা হল চারশোটি। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরকুমার নন্দী প্রমুখ। পাঠাগার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি সংস্থার উদ্যোগে এবং রাজীব গাঁধী ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই পাঠাগারটি চালু হয়েছে। শুধু ছাত্র-ছাত্রীরা নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও বই পড়ার ব্যবস্থা রয়েছে এই গ্রন্থাগারে। সংস্থার সূত্রে জানানো হয়েছে, ব্লকের যে স্কুলগুলিতে পাঠাগার নেই, সেখানেও একই পরিকল্পনা নেওয়া হবে। |