এশিয়া কাপ অভিযান শেষ হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে আইপিএল দুনিয়ায় ঢুকে পড়লেন গৌতম গম্ভীর। শিবির শুরু হওয়ার আগেই পিচ নিয়ে আগাম কথাবার্তা সেরে রাখলেন ইডেনের কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের সঙ্গে।
আজ শুক্রবার থেকে শহরে নাইটদের শিবির শুরু হয়ে যাচ্ছে বটে, কিন্তু নাইট নেতার থাকার উপায় নেই। দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলে গম্ভীর উড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। যেখানে আগামী ৩০ মার্চ একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ধোনির টিম ইন্ডিয়া। পিচ দেখার উপায় নেই। তাই পিচ কিউরেটরকে বৃহস্পতিবার ফোনে গম্ভীর জানিয়ে রাখলেন, গত বারের মতো স্পিন সহায়ক উইকেট তিনি চান না। বরং এমন উইকেট দরকার যেখান থেকে পেসাররা ফায়দা তুলতে পারবে। কারণ, তাঁর হাতে ব্রেট লি, জেমস প্যাটিনসন, ডি’ল্যাঞ্জের মতো পেসার রয়েছে।
গত আইপিএলে নাইট কর্তৃপক্ষের সঙ্গে পিচ নিয়ে বারবার ঝামেলা লেগেছিল প্রবীরের। নাইট শিবির থেকে অভিযোগ ছিল, ঘরের মাঠে খেলেও তারা হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না। প্রবীর কিন্তু সেই অভিযোগ এ দিনও উড়িয়ে দিলেন। বলছিলেন, “এর কোনও যুক্তি নেই। ইডেনে দু’শো করেও ম্যাচ হেরেছে নাইট রাইডার্স। দায়টা ক্রিকেটারদের।”
তবে পিচ নিয়ে অধিনায়কের আগাম সতর্কবার্তা থাকলে কী হবে, শিবিরে অর্ধেক ক্রিকেটারকেই প্রথম দিকে পাচ্ছে না নাইট রাইডার্স। গম্ভীর পরে আসছেন। ইউসুফ পাঠানেরও একই দায়বদ্ধতা। জাক কালিস-ডি’ল্যাঞ্জ-লি-প্যাটিনসন-নারিনদের কেউ টেস্ট খেলতে ব্যস্ত, কেউ ওয়ান ডে-তে। এমনকী বাংলার মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লদেরও থাকার উপায় নেই। তাঁরা যাচ্ছেন মুস্তাক আলি টি টোয়েন্টি খেলতে। কোচ ট্রেভর বেইলিস আসছেন সোমবার। থাকার মধ্যে শুধু মনোবিদ রুডি ওয়েবস্টার। |