এই মরসুমে সবচেয়ে ধারাবাহিক ভারতীয় ফুটবলার ওই দুই বন্ধু। দুই বড় দলের দুই বঙ্গসন্তান ঘোষণা করে দিলেন, তাঁরা এ বার দল পাল্টাচ্ছেন না। থেকে যাবেন নিজেদের পুরনো দলেই। রহিম নবি মোহনবাগানে। মেহতাব হোসেন ইস্টবেঙ্গলেই।
বৃহস্পতিবার প্র্যাক্টিস সেরে মোহনবাগান তাঁবু ছেড়ে বেরনোর আগে জাতীয় দলের সহ অধিনায়ক নবি বলে গেলেন, “পরের মরসুমের জন্য প্রস্তাব ছিল কয়েকটা ক্লাবের। তবে আমি মোহনবাগানেই থাকতে চাই। কর্তাদের সঙ্গে এ ব্যাপারে কথাও হয়ে গিয়েছে।”
মেহতাব মাঝখানে ইস্টবেঙ্গল ছাড়ার কথা ভাবছিলেন কিছু কর্মকর্তার আচরণে। এ দিন সন্ধ্যায় ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে কিন্তু তিনিও বলে দিলেন, “আমার সঙ্গে ক্লাবের চুক্তি আছে আরও এক বছর। এখন বদলানোর কোনও প্রশ্ন নেই।” |
দীর্ঘ দিন বন্ধ থাকার পর শনিবার শুরু হচ্ছে আই লিগ। আর তার ঠিক আগে নিজেদের আই লিগ জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নবি-মেহতাব। নবির কথায়, “আগে আমাদের বাকি সব ম্যাচগুলো জিততে হবে। তার পর অন্যদের ফলের দিকে তাকাতে হবে।” আর মেহতাব বলছিলেন, “সালগাওকর ম্যাচ জিততেই হবে। আমাদের সুবিধা আমরা ডেম্পোর পিছনে আছি। ডেম্পোর উপরই কিন্তু চাপ বেশি।” তাঁর ধারণা, কলকাতা লিগ জিততে সমস্যা হবে না।
এ দিনই ইস্টবেঙ্গলে মেহতাবের সতীর্থরা ফিরলেন কুয়েত থেকে। অধিকাংশ ফুটবলারই হতাশ এএফসি কাপে কাজমার কাছে ০-৩ হেরে ফেরায়। দলের এক বিদেশি ফুটবলারের কথায়, “আন্তর্জাতিক ম্যাচ আমরা ভাল করেই খেলতে চেয়েছিলাম। সেটা না পারায় সবাই খুব হতাশ। তবে এর প্রভাব কলকাতা লিগ বা আই লিগে পড়বে না।” |