অসহ্য গরমে সিএবি নক আউট টুর্নামেন্টের সেমিফাইনাল চলছে, অথচ মাঠে কোনও ডাক্তার নেই। চোট পেয়ে ক্রিকেটারের মুখ থেকে রক্ত ঝরছে, কিন্তু হাসপাতালে যাওয়ার বদলে ক্লাব তাঁবুতে ঠায় বসে থাকতে হচ্ছে এক ঘণ্টা! বৃহস্পতিবার মোহনবাগান (৩৫৮-৫) বনাম ভবানীপুর (১২৮) নক আউট সেমিফাইনাল ম্যাচে সিএবি-র গাফিলতির এই ছবিই উঠে এল। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে। যেখানে ভবানীপুরের উইকেটকিপার সত্যব্রত মুর্মু-র মুখ ফাটল লক্ষ্মীরতন শুক্লর সুইপে। এবং অ্যাম্বুল্যান্স দূরে থাক, মাঠে সিএবি-র কোনও ডাক্তারও ছিলেন না। ঘণ্টাখানেক পর ডাক্তার এলেও দেখা মেলেনি অ্যাম্বুল্যান্সের। ক্লাবের গাড়িতে সত্যব্রতকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল। যা নিয়ে অসন্তোষ স্থানীয় ক্রিকেটমহলে।শুধু সত্যব্রত নন, ভবানীপুরের দেবোপম ঘোষও চোট পান লক্ষ্মীর শট আটকাতে গিয়ে। আট ব্যাটসম্যান নিয়ে ব্যাট করতে নামে ভবানীপুর। ম্যাচও হারতে হয়। সিএবি-র মেডিক্যাল ইউনিটের সদস্যরা যুক্তি দিচ্ছেন, সব মাঠে ডাক্তার রাখা সম্ভব না। কিন্তু প্রশ্ন উঠছে, নক আউট সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে থাকবে না কেন? তা হলে মেডিক্যাল ইউনিট রাখার কী দরকার? সিএবি-র যুগ্ম-সচিব বিশ্বরূপ দে যদিও বলছেন, “অত্যন্ত অন্যায় হয়েছে ডাক্তার না রেখে।” কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। বরং স্থানীয় ক্রিকেটমহল থেকে বলা হচ্ছে, গত বছরই ইডেনে রঞ্জি ম্যাচে তলপেটে চোট পেয়েছিলেন বাংলার ওপেনার রোহন বন্দ্যোপাধ্যায়। মাঠ থেকে তাঁকে বের করে আনার জন্য সে দিন স্ট্রেচার পাওয়া যায়নি। চেয়ার করে বের করতে হয়। মাস কয়েক পর এ দিন আবার সে-ই এক ঘটনা। বোধোদয় তা হলে হল কোথায়?
|
ইস্টবেঙ্গলের ফুটবল স্কুলে কোচিং দিতে আসছেন অস্ট্রেলীয়-বসনিয়ান কোচ আমির অ্যালাজিক। যিনি লস অ্যাঞ্জেলিসে ফুটবল অ্যাকাডেমির কোচ ছিলেন, কাজ করেছেন ওয়ের্ডার ব্রেমেনেও। ২৪ এপ্রিল থেকে স্কুল শুরু। ২৪ মার্চ থেকে ফর্ম বিলি শুরু হবে।কিং ফিশার এয়ারলাইন্স নিয়ে ইউ বি গ্রুপের টানাপোড়েনের প্রভাব মোহনবাগান-ইস্টবেঙ্গলের ফুটবল বাজেটে কতটা পড়বে, তা নিয়ে জোর আলোচনা ময়দানে। এ দিন প্রয়াত লালহলুদ কর্তা পল্টু দাসের স্মরণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত অবশ্য অন্য কথা বললেন। তাঁর কথায়, “ক’দিন আগে বিজয় মাল্যর সঙ্গে কথা হয়েছে। সাধারণত ১০ শতাংশ বাজেট বাড়ে। আমরা ২০ শতাংশ বাড়ানোর কথা বলেছি।” এ দিন ইস্টবেঙ্গলের তরফে টি-শার্ট দেওয়া হল কলকাতা পুরসভার বিভিন্ন স্কুলের ৪৫০ ছাত্র-ছাত্রীকে। আরও ৫০ জন অনাথ শিশুকে বই-খাতা, স্কুল-পোশাকও তুলে দেওয়া হয়। ইস্টবেঙ্গলের পতাকা তুলে দেওয়া হল তিন পর্বতারোহীর হাতে যাঁরা ৪ এপ্রিল রওনা হবেন বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে অভিযানে। |
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরকারি ভাবে অধিনায়ক এবং একই সঙ্গে টিমের মেন্টর ঘোষণা করে দিল সহারা পুণে ওয়ারিয়র্স। একই সঙ্গে নতুন জার্সির উদ্বোধনও হয়ে গেল। গত বারের কালো জার্সি আর থাকছে না। তার বদলে জার্সিতে নীলের সঙ্গে মিশছে রুপোলি। বৃহস্পতিবার সহারা প্রধান সুব্রত রায় এক বিবৃতিতে বলে দেন, “আসন্ন আইপিএলে আমাদের অধিনায়ক এবং মেন্টর দুই-ই সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেটা ভেবে আমরা গর্বিত। আশা রাখছি, সৌরভের অভিজ্ঞতা, ক্রিকেটীয় দক্ষতা, আমাদের টিমকে সাহায্য করবে।”
|
কিংফিশার এয়ারলাইন্সের দেনা মেটাতে গিয়ে জেরবার বিজয় মাল্যকে এ বার নিজের ফর্মুলা ওয়ান দল সহারা ফোর্স ইন্ডিয়ার পিছনেও বড় অঙ্কের গুণাগার দিতে হচ্ছে। ইতালীয় সংস্থা এয়ারোল্যাব তাঁদের দলের গাড়ির নক্সা এবং প্রযুক্তি লোটাস দলের কাছে গোপনে বিক্রি করে দিয়েছে বলে মাল্যরা গত বছর মামলা করেছিলেন। একই কারণে, প্রাথমিক ভাবে এয়ারোল্যাবের কাছ থেকে উইন্ড টানেল প্রযুক্তি নিলেও তার জন্য টাকা দেয়নি ফোর্স ইন্ডিয়া। সেই মামলায় আজ লন্ডনের এক আদালত ফোর্স ইন্ডিয়ার অভিযোগ গ্রাহ্য করলেও এয়ারোল্যাবকে তাদের বকেয়া সাড়ে আট লক্ষ ইউরো মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মাল্যদের।
|
ছয় মাস নির্বাসনে থাকার পরে নেমেই নায়ক তেভেজ। চেলসির বিরুদ্ধে ছেষট্টি মিনিটে তাঁকে যখন নামান কোচ মানচিনি, তখন ম্যাঞ্চেস্টার সিটি ০-১ পিছিয়ে। তেভেজের দাপটে ম্যাচটা ২-১ জিতল ম্যাঞ্চেস্টার সিটি। আগুয়েরো পেনাল্টিতে গোল শোধ। পাঁচ মিনিট বাকি থাকতে দুর্দান্ত গোল তেভেজের। যে মানচিনি তাঁকে ক্লাব থেকে বের করেছিলেন, তাঁর মুখেও তেভেজ-বন্দনা। ইংল্যান্ডে তেভেজের রাজকীয় প্রত্যাবর্তনের দিনে স্পেনে তুমুল গণ্ডগোল হল ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের খেলায়। রিয়াল মাদ্রিদ কোচ মোরিনহো লাল কার্ড দেখলেন। সঙ্গে তাঁর দুই তারকা ওজিল-র্যামোসও।
|
রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না সালগাওকরের কোচ করিম বেঞ্চারিফা। আগের ম্যাচে রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখার জন্যই এই শাস্তি। তাঁর বদলে সালগাওকর বেঞ্চে কোচের ভূমিকায় থাকবেন গোয়া ফুটবলের অভিজ্ঞ মুখ, পিটার ভালেস। করিমের দল কলকাতা এসে পৌঁছেছে এএফসি কাপে উজবেক দলের সঙ্গে ২-২ ড্র করে। চিডি, সুয়োকারা ইস্টবেঙ্গল ম্যাচে পাশে পাবেন না দুই মিডফিল্ডার ইসফাক আমেদ এবং রোকাস লামেরেকে। দু’জনেই কার্ড সমস্যায় বাইরে। করিম পাচ্ছেন না তাঁর চতুর্থ বিদেশি ফুটবলার ম্যাক্সিমাকে। |