টুকরো খবর
তোলা আদায়ে বাধা, রক্ষী খুন
একটি আবাসনে তোলা আদায় করতে গিয়ে বাধা পেয়ে এক নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে লেক টাউনের ওই ঘটনায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত অন্য এক নিরাপত্তারক্ষী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পুলিশ জানায়, নিহত রক্ষীর নাম শ্যামল খান (৩১)। দুষ্কৃতীদের হানায় জখম হয়েছেন বুদ্ধদেব দে। পুলিশি সূত্রের খবর, শ্যামলবাবু ও বুদ্ধদেববাবুর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। লেক টাউনে ভিআইপি রোড সংলগ্ন গোলাঘাটা রোডের ওই আবাসনে নিরাপত্তাকর্মী ছিলেন দু’জনেই। আবাসনের একটি অংশে এখনও নির্মাণকাজ চলছে। সেখানকার প্রোমোটারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ৩-৪ জনের সশস্ত্র দুষ্কৃতী পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়ে। শ্যামলবাবুদের কাছে প্রোমোটারের ফোন নম্বর চায় তারা। রক্ষীরা তা না-দেওয়ায় বচসা শুরু হয়। তার পরেই দুই রক্ষীকে চপার দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে দুই নিরাপত্তাকর্মীর। তাঁদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় শ্যামলবাবুর। হাসপাতালে ভর্তি করানো হয়েছে বুদ্ধদেববাবুকে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, দুষ্কৃতীদের খোঁজ চলছে। দুখুয়া নামে এক দাগি দুষ্কৃতী দমদম সেন্ট্রাল জেলে বসেই বিধাননগরের বিভিন্ন এলাকায় তোলাবাজি চালাচ্ছে। প্রোমোটারদের কাছ থেকে টাকা তুলছে তার দলের লোকেরা। এ দিনের ঘটনায় জড়িত আততায়ীরা দুখুয়ারই শাগরেদ বলে তদন্তকারীদের অনুমান।

ছাত্রীর শ্লীলতাহানির ‘চেষ্টা’
এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের এক ছাত্রী। বিশ্ববিদ্যালয় সূত্রে মঙ্গলবার জানা যায়, শুক্রবার যাদবপুর ক্যাম্পাস থেকে পদার্থবিদ্যার এক শিক্ষক ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এর প্রথম বর্ষের ক্লাস নিতে যান। ল্যাবরেটরিতে ক্লাসের ফাঁকে নিজের ঘরে ওই ছাত্রীকে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। সোমবার ওই ছাত্রী লিখিত ভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধানের কাছে এই অভিযোগ জানান। বিভাগীয় প্রধান অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠান। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার প্রদীপ ঘোষ অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের ‘সেল ফর জেন্ডার অ্যাওয়ারনেস আগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট’-এ পাঠিয়ে তদন্তের নির্দেশ দেন। অভিযোগকারিণী ও অভিযুক্তের নাম জানাতে চাননি প্রদীপবাবু। এ দিন সল্টলেক ক্যাম্পাসে ছাত্র সংসদের তরফে সৌরভ ধাল্লা ঘটনার নিন্দা করে বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা না নিলে আন্দোলন করব।” অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রদীপবাবু বলেন, “ওই শিক্ষকের দোষ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা-ই নেবেন কর্তৃপক্ষ।”

দুঃস্থ শিশুদের জন্য
লেখাপড়ার সঙ্গে সঙ্গে সর্বশিক্ষা মিশন প্রকল্পের অধীনে এ বার দুঃস্থ শিশুদের থাকা-খাওয়ারও ব্যবস্থা করা হবে। কলকাতার সর্বশিক্ষা মিশনের চেয়ারম্যান কার্তিক মান্না মঙ্গলবার এ কথা জানান। তাঁর সঙ্গে বৈঠক করে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ওই শিশুদের থাকার জায়গার পরিকাঠামো কেএমডিএ তৈরি করে দেবে। পুরমন্ত্রী বলেন, “কলকাতায় এই প্রথম এই ধরনের প্রকল্প বাস্তবায়িত করা হবে। কলকাতায় ওই ধরনের ১৫টি বোর্ডিং স্কুল তৈরি হবে।” চেয়ারম্যান জানান, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই প্রকল্পে প্রতিটি স্কুলের জন্য ২০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। প্রতিটি স্কুলে ১০০ জন করে ছেলেমেয়ে থাকবে।

মৃতদেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার রাতে, বেলেঘাটা থানার হেমচন্দ্র নস্কর রোডের একটি অফিস থেকে। মৃতের নাম উত্তম দাশগুপ্ত (৩৬)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের রাজকৃষ্ণনগরে। তিনি একটি আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতকারক সংস্থায় পিওনের কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।


খেলার বেলা। মঙ্গলবার, শহরের
একটি পার্কে। ছবি: সুমন বল্লভ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.