|
|
|
|
শান্তির আবেদন মুখ্যমন্ত্রী মমতার |
নিজস্ব সংবাদদাতা |
কলকাতার বেশ কিছু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য শহরবাসীর কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত এবং মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহর এবং সন্নিহিত এলাকার কিছু অঞ্চলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনবহুল কিছু এলাকায় গোলমাল ছড়িয়ে পড়ে। বিকেলেই পরিস্থিতি সাপেক্ষে দিল্লি থেকে শান্তিরক্ষার্থে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন রাতে কলকাতায় ফিরে এসে বিমানবন্দরেও তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষার আবেদন জানিয়ে বলেন, “বাংলার মানুষ কোনও দিন প্ররোচনা এবং গুজবে কান দেননি। এ বারও দেবেন না। আমার সেই বিশ্বাস আছে।” রাজ্য সরকার শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শান্তি রক্ষার আবেদন করে বিবৃতি দেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও।
সোমবার রাত থেকেই শহরে ও সন্নিহিত কিছু এলাকায় উস্কানি এবং প্ররোচনা দিয়ে গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছিল। এ দিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্ররোচনা ও উস্কানি বাড়তে থাকে। শহরের বেশ কিছু রাস্তা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতির খবর দিল্লিতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলে তিনি মহাকরণে তাঁর সচিবালয় থেকে বিবৃতি জারি করার নির্দেশ দেন। তাঁর নির্দেশে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়। শহরবাসী যাতে কোনও উস্কানিমূলক প্ররোচনায় পা না-দিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকেন, সেই মর্মে আবেদন করেন মুখ্যমন্ত্রী। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না-পড়েন, তার দিকেও সজাগ দৃষ্টি রেখে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়।
বিমানবাবুও জনতার কাছে আবেদন জানিয়ে বলেন, “বিভিন্ন জায়গায় গণ্ডগোলের খবর শোনা যাচ্ছে। গুজবে কান দেবেন না। পশ্চিমবঙ্গ শান্তি-সম্প্রীতির জায়গা। শান্তি বজায় রাখুন। রাজ্যের ঐতিহ্য ক্ষুণ্ণ হয় এমন কিছু করবেন না।” |
|
|
|
|
|