টুকরো খবর
গোষ্ঠী গড়ার পরামর্শ
কাঁচা পাতার দামের ঝুঁকি এড়াতে ক্ষুদ্র চা চাষিদের গোষ্ঠী গড়ে কারখানা এবং নিজস্ব ‘ব্র্যান্ড’ তৈরি করে বাজারে বিক্রির পরামর্শ দিলেন ভারতীয় চা পর্ষদ চেয়ারম্যান এমজিভিকে বেণুগোপাল। মঙ্গলবার ময়নাগুড়ি ভোটপট্টি সংলগ্ন এলাকায় চা চাষিদের একটি স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব চা কারখানার শিলান্যাস করে পর্ষদ চেয়ারম্যান ওই পরামর্শ দেন। তিনি বলেন, “ভারতীয় চা শিল্পে ক্ষুদ্র চা চাষিদের গুরুত্ব বাড়ছে। বর্তমানে দেশের চা বাগানের ২৫ শতাংশ ছোট আকারের। কিন্তু পাতার দাম না মেলায় চাষিরা সমস্যায় পড়েছেন। ওই সমস্যা মেটাতে পর্ষদের তরফে চা চাষিদের নিজস্ব কারখানা ও ‘ব্র্যান্ড’ তৈরি করতে বলা হচ্ছে।” চা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর চা চাষিরা স্বনির্ভর গোষ্ঠী গড়ে পাতার দাম ঠিক করছে। বটলিফ কারখানার মালিকরা ওই দামে পাতা কিনছে। দেশের অন্য এলাকায় ওই ব্যবস্থা চালুর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আর্থিক সাহায্য দিয়ে ক্ষুদ্র চা চাষিদের গোষ্ঠীগুলিকে নিজস্ব কারখানা তৈরির জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।
ছবি: দীপঙ্কর ঘটক।
পর্ষদ চেয়ারম্যান জানান, ১ কেজি চা উৎপাদনের জন্য ৫৫ টাকা থেকে ৬৫ টাকা খরচ হয়। ওই চা বাজারে বিক্রি হয় ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দামে। অথচ চাষিদের পাতার দাম মিলছে না। এ দিন ক্ষুদ্র চা চাষিদের যে কারখানার শিলান্যাস হয় সেটা তৈরির জন্য খরচ হবে ৫ কোটি টাকা। ওই টাকার মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ৫২২ সদস্য ক্ষুদ্র চা চাষি দিচ্ছেন ১ কোটি ৭ লক্ষ টাকা। প্রায় সাত বছর থেকে তাঁরা ওই টাকা কাঁচা পাতা বিক্রির লভ্যাংশ থেকে জমা করেছেন। চা পর্ষদ দিচ্ছে প্রায় ২ কোটি টাকা। বাকি টাকা ব্যাঙ্ক ঋণ এবং অন্য একটি সংস্থার কাছ থেকে সুদ ছাড়া সাহায্য হিসেবে মিলবে। ওই গোষ্ঠীর সভাপতি রজতকুমার রায় কার্জি বলেন, “গোষ্ঠীর সদস্য চাষিরা ৮২৯ একর জমিতে চা উৎপাদন করেছেন। গত বছর কাঁচা পাতা উৎপাদনের পরিমাণ ছিল ৩২ লক্ষ কেজি। তা বিভিন্ন বটলিফ কারখানায় পাঠানো হয়। নিজস্ব কারখানা তৈরির কাজ শেষ হয়ে গেলে সেখানে নিজেদের বাগানে পাতা দিয়ে চা উৎপাদন শুরু হবে।”

তিন দিন বাদে চাঙ্গা বাজার
রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ও বাজেটের জেরে গত তিনটি লেনদেনের দিনে কিছুটা পড়ার পর মঙ্গলবার উঠল শেয়ার বাজার। এ দিন সেনসেক্স উঠেছে ৪৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ১৭৩১৬.১৮ অঙ্কে। উল্লেখ্য, সোমবার ১৯২.৮৩ পয়েন্ট পড়েছিল এই সূচক। মঙ্গলবার টাকার দামও ১৬ পয়সা পড়েছে। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৫০.৩৯/৪০ টাকা। টাকার দাম গত দু’মাসে এই দিনই ছিল সব থেকে কম।

মুম্বইয়ের উড়ান চালু করছে ভার্জিন
দিল্লির পরে এ বার মুম্বই থেকে উড়ান চালু করছে ইংল্যান্ডের বেসরকারি বিমান সংস্থা ‘ভার্জিন অ্যাটলান্টিক’। ২৯ অক্টোবর মুম্বই থেকে প্রতি দিন ভার্জিন-এর উড়ান লন্ডন যাবে। সংস্থার দাবি, লন্ডন থেকে সুবিধাজনক সময়ে পাওয়া যাবে নিউ ইয়র্ক, বস্টন, শিকাগো, ওয়াশিংটনের উড়ান। সংস্থা সূত্রে খবর, ২০০৫-এর মার্চে মুম্বই থেকে উড়ান চালু করে এই বিমানসংস্থা। কিন্তু, আর্থিক ভাবে তা লাভজনক না-হওয়ায়, ২০০৯ সালের মে মাসে মুম্বই থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল ভার্জিন। ১২ বছর ধরে দিল্লি থেকে নিয়মিত উড়ান চালাচ্ছে তারা।

স্টেট ব্যাঙ্কে মূলধন জোগাতে সায়
ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৭৯০০ কোটি টাকার মূলধন জোগানোর বিষয়টিতে শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছেন। বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক বিবৃতিতে এসবিআই এ কথা জানিয়েছে। এ জন্য কেন্দ্রীয় সরকারের হাতে অগ্রাধিকারের ভিত্তিতে ৭৯০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। ৩.৬০ কোটি শেয়ার প্রতিটি ২১৯১.৬৯ টাকায় দেওয়া হবে কেন্দ্রকে। প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্কের মূলধন বাড়াতে জানুয়ারিতেই সায় দিয়েছিল কেন্দ্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.