পর্ষদ চেয়ারম্যান জানান, ১ কেজি চা উৎপাদনের জন্য ৫৫ টাকা থেকে ৬৫ টাকা খরচ হয়। ওই চা বাজারে বিক্রি হয় ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দামে। অথচ চাষিদের পাতার দাম মিলছে না। এ দিন ক্ষুদ্র চা চাষিদের যে কারখানার শিলান্যাস হয় সেটা তৈরির জন্য খরচ হবে ৫ কোটি টাকা। ওই টাকার মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ৫২২ সদস্য ক্ষুদ্র চা চাষি দিচ্ছেন ১ কোটি ৭ লক্ষ টাকা। প্রায় সাত বছর থেকে তাঁরা ওই টাকা কাঁচা পাতা বিক্রির লভ্যাংশ থেকে জমা করেছেন। চা পর্ষদ দিচ্ছে প্রায় ২ কোটি টাকা। বাকি টাকা ব্যাঙ্ক ঋণ এবং অন্য একটি সংস্থার কাছ থেকে সুদ ছাড়া সাহায্য হিসেবে মিলবে। ওই গোষ্ঠীর সভাপতি রজতকুমার রায় কার্জি বলেন, “গোষ্ঠীর সদস্য চাষিরা ৮২৯ একর জমিতে চা উৎপাদন করেছেন। গত বছর কাঁচা পাতা উৎপাদনের পরিমাণ ছিল ৩২ লক্ষ কেজি। তা বিভিন্ন বটলিফ কারখানায় পাঠানো হয়। নিজস্ব কারখানা তৈরির কাজ শেষ হয়ে গেলে সেখানে নিজেদের বাগানে পাতা দিয়ে চা উৎপাদন শুরু হবে।”
|
তিন দিন বাদে চাঙ্গা বাজার |
রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ও বাজেটের জেরে গত তিনটি লেনদেনের দিনে কিছুটা পড়ার পর মঙ্গলবার উঠল শেয়ার বাজার। এ দিন সেনসেক্স উঠেছে ৪৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ১৭৩১৬.১৮ অঙ্কে। উল্লেখ্য, সোমবার ১৯২.৮৩ পয়েন্ট পড়েছিল এই সূচক। মঙ্গলবার টাকার দামও ১৬ পয়সা পড়েছে। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৫০.৩৯/৪০ টাকা। টাকার দাম গত দু’মাসে এই দিনই ছিল সব থেকে কম।
|
মুম্বইয়ের উড়ান চালু করছে ভার্জিন |
দিল্লির পরে এ বার মুম্বই থেকে উড়ান চালু করছে ইংল্যান্ডের বেসরকারি বিমান সংস্থা ‘ভার্জিন অ্যাটলান্টিক’। ২৯ অক্টোবর মুম্বই থেকে প্রতি দিন ভার্জিন-এর উড়ান লন্ডন যাবে। সংস্থার দাবি, লন্ডন থেকে সুবিধাজনক সময়ে পাওয়া যাবে নিউ ইয়র্ক, বস্টন, শিকাগো, ওয়াশিংটনের উড়ান। সংস্থা সূত্রে খবর, ২০০৫-এর মার্চে মুম্বই থেকে উড়ান চালু করে এই বিমানসংস্থা। কিন্তু, আর্থিক ভাবে তা লাভজনক না-হওয়ায়, ২০০৯ সালের মে মাসে মুম্বই থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল ভার্জিন। ১২ বছর ধরে দিল্লি থেকে নিয়মিত উড়ান চালাচ্ছে তারা।
|
স্টেট ব্যাঙ্কে মূলধন জোগাতে সায় |
ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৭৯০০ কোটি টাকার মূলধন জোগানোর বিষয়টিতে শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছেন। বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক বিবৃতিতে এসবিআই এ কথা জানিয়েছে। এ জন্য কেন্দ্রীয় সরকারের হাতে অগ্রাধিকারের ভিত্তিতে ৭৯০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। ৩.৬০ কোটি শেয়ার প্রতিটি ২১৯১.৬৯ টাকায় দেওয়া হবে কেন্দ্রকে। প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্কের মূলধন বাড়াতে জানুয়ারিতেই সায় দিয়েছিল কেন্দ্র। |