আরও দু’দিন বাড়ল স্বর্ণশিল্পের ধর্মঘট। এর ফলে ধর্মঘট চলবে আগামী শুক্রবার পর্যন্ত। তবে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সভাপতি সুবীর সেন জানান, “আমরা অনির্দিষ্টকাল ধর্মঘটের কথা ভাবছি। এ ব্যাপারে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।” বাজেটে সোনার উপর একাধিক স্তরে বিভিন্ন ধরনের কর বসানো এবং বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সারা দেশের স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগরেরা। যে হারে কর বাড়ানো হয়েছে, তাতে প্রতি ১০ গ্রাম সোনার দাম এক লাফে ১৫০০ টাকা বেড়ে যেতে পারে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীদের।
প্রতিবাদ জানাতে আজ বুধবার কলকাতায় বৌবাজারে স্বর্ণ ব্যবসায়ীরা ধর্নায় বসছেন দুপুর ১২ থেকে ৫ পর্যন্ত। সুবীরবাবু। বলেন, “আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাব কি না, তা ধর্না মঞ্চথেকেই ঘোষণা করা হবে।”
এ দিকে দিল্লিতে স্বর্ণ ব্যবসায়ীদের এক প্রতিনিধিদল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন এবং পশ্চিমবঙ্গের স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রতিনিধিরাও ওই দলে ছিলেন। তবে অর্থমন্ত্রীর কাছ থেকে তেমন সাড়া তাঁরা পাননি।
ওই দলের অন্যতম প্রতিনিধি স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, “একাধিক স্তরে কর বসায় স্বর্ণ শিল্প যে বিশাল সমস্যার মুখে, তা প্রণববাবুর কাছে ব্যাখ্যা করেছি। তিনি আমাদের কোনও প্রতিশ্রুতি না দিলেও পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।” ব্যবসায়ীরা দিল্লিতে বিভিন্ন দলের সাংসদ এবং নেতাদের সঙ্গেও দেখা করে তাঁদের সমস্যাটি বোঝানোর চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁরা দেখা করবেন বলে জানান বাবলুবাবু।
বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার জানান, “সারা রাজ্যে সোনা এবং রুপোর কারিগররাও ধর্মঘটে সামিল হয়েছেন। কারণ, বাজেটে এমন ভাবে কর বসানো হয়েছে, যাতে কারিগররাও বড় সমস্যার মুখে পড়বেন। গ্রামের দিকে ছোট ব্যবসায়ীদের তো মুছে যাওয়ার উপক্রম।”
বাজেট পেশের পর দিন অর্থাৎ গত শনিবার থেকেই দেশ জুড়ে স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘটে নেমেছেন। প্রথমে চিন দিনের ধর্মঘট ডাকা হলেও পরে তা আরও দু’দিন বাড়ানো হয়। এ বার ফের দু’দিন তা বাড়ানো হল। এর ফলে টানা সাত দিন দেশ জুড়ে সোনার দোকানগুলির ঝাঁপ বন্ধ থাকবে। তিন দিনের ধর্মঘটেই ৩ হাজার কোটি টাকার উপর সোনার লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন। |