সিউড়ির ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক আনন্দ দাস খুনে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে ধরেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃত নানুরের বালিগুণি গ্রামের বাসিন্দা সমীর শেখ ফেরার ছিলেন। ২০১০ সালের জুন মাসে নিজের বাড়ির সামনে খুন হন ওই সিপিএম নেতা। ওই খুনে জড়িত থাকার অভিযোগ ওঠে নানুরের বর্তমান তৃণমূল বিধায়ক গদাধর হাজরা-সহ ২১ জন তৃণমূল কর্মী-সমর্থকেরা বিরুদ্ধে। তাঁদের মধ্যে ইতিপূর্বে পুলিশ গদাধর হাজরা-সহ ১২ জনকে গ্রেফতার করেছে। তাঁরা বর্তমানে জামিনে রয়েছেন। মঙ্গলবার নিজের বিয়ের জন্য সমীর শেখ সিউড়িতে গিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এ দিন বোলপুর আদালতে হাজির করানো হলে তাঁর ১৪ দিন জেল-হাজত। পুলিশ জানায়, বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
|
স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। মঙ্গলবার বোলপুর ফাস্ট ট্র্যাক আদালত বোলপুরের হাড়ু মুর্মুকে এই সাজা দিয়েছেন। সরকারি আইনজীবী ভাস্কর ঘোষ জানান, বোলপুরের শান্তিনিকেতন অবনপল্লিতে পার্থ মিত্রের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ওই মুর্মু দম্পতি। তাঁরা ওই বাড়িতেই থাকতেন। ২০০২ সালের ১৮ মার্চ রাতে খুন হন মালতি মুর্মু (৩০)। কে বা কারা তাঁর স্ত্রীকে খুন করেছে এই মর্মে প্রথমে বোলপুর থানায় অভিযোগ করেছিলেন হাড়ু মুর্মু। পরে মালতিদেবীর দাদা বদন মাড্ডি হাড়ুর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন। ওই দিন পুলিশ তাকে গ্রেফতার করে। ওই বছর ১৭ জুন জামিনে ছাড়া পান হাড়ু। পরে বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে ওই খুনের বিচার শুরু হয়।
|
অবৈধ কয়লা বোঝাই ৪টি ট্রাক আটক করল পুলিশ। সোমবার সন্ধ্যায় খয়রাশোলের তারাপুর গ্রামের কাছাকাছি এলাকা থেকে ওই ট্রাকগুলিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি মঙ্গলবারই কয়লা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের মুরাবেড়িয়া গ্রাম লাগোয়া খয়রাশোল এলাকা থেকে শেখ খেলাফত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। যদিও ধৃতের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে পুলিশ তাঁকে ফাঁসিয়েছে।
|
সেতুর দাবিতে অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন দু’জন আন্দোলনকারী। স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, তাঁদের জন্য চিকিৎসক পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার মাড়গ্রাম থানা এলাকার ১৮ জন গ্রামবাসী রামপুরহাট ২ ব্লক প্রশাসনিক কার্যালয়ের মূল দ্বারে রামপুরহাট-বিষ্ণুপুর রাস্তার ধারে মঞ্চ খাটিয়ে ওই অনশন শুরু করেছেন।
|
পাথর কলে কাজ করার সময় বিস্ফোরণে আহত হলেন এক আদিবাসী মহিলা শ্রমিক। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের পাঁচামি এলাকায়। আহত ওই মহিলার নাম বাসন্তী মুর্মু। বাড়ি করমহীর গ্রামে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। |