ফের উৎপাদন শুরু হল গোপালপুরের একটি বেসরকারি পিগ আয়রন কারখানায়। মঙ্গলবার থেকে চালু হল সেটি। শ্রমিক অসন্তোষের জেরে মাস দু’য়েক আগে বন্ধ হয়ে গিয়েছিল কারখানাটি। সোমবার এক ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান সূত্র বের হয়। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকপক্ষ সমাধান সূত্র মেনে নেওয়ায় আপাতত সমস্যা মিটেছে।
কারখানা সূত্রে জানা গিয়েছে, বেতন নিয়ে শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি জানানো হয়েছিল। তার বেশ কিছু মানা হলেও অসন্তোষ মেটেনি। শেষ পর্যন্ত ২৩ জানুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রশাসনের বিভিন্ন মহলে তাঁদের বক্তব্য জানান কারখানা কর্তৃপক্ষ। বেশ কয়েকটি বৈঠকও হয়। সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে সহকারী শ্রম কমিশনার, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ফের একটি বৈঠক করেন। সেখানেই মেলে সমাধান সূত্র। মঙ্গলবার থেকে চালু হল কারখানার উৎপাদন। বৈঠকে ঠিক হয়েছে, বন্ধ থাকা সময়ের অর্ধেক বেতন পাবেন কর্মীরা। কারখানা কর্তৃপক্ষের আরও একটি প্ল্যান্ট চালু হওয়ার পথে। সেটি চালু হলে ফের বাকি বেতন নিয়ে আলোচনা হবে। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাতবাবু বলেন, “কারখানা যাতে আর বন্ধ না হয় সেটা দেখতে হবে উভয় পক্ষকেই।” তিনি আরও জানান, সম্প্রতি শ্রমিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আসানসোলের একটি বেকারি কারখানায় ‘সাসপেনসেন অফ ওয়ার্ক’ নোটিস ঝুলিয়েছিলেন কর্তৃপক্ষ। সোমবার আসানসোলে একটি পৃথক বৈঠকে সেই সমস্যাও মিটিয়ে ফেলা হয়েছে। আজ, বুধবার থেকে ওই কারখানায়ও ফের উৎপাদন চালু হবে বলে জানিয়েছেন প্রভাতবাবু। |