স্কুল-ক্রিকেট স্থগিত বর্ধমানে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি অনুমোদিত সদর মহকুমা অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট ৪৫ ওভারের বদলে ২০ ওভারে করায় প্রতিযোগিতাটিই বন্ধ করিয়ে দিয়েছেন সিএবি-র যুগ্ম সচিব বিশ্বরূপ দে। শনিবার এই প্রতিযোগিতার দু’টি ম্যাচ হয় বর্ধমানের মোহনবাগান মাঠে। মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল ও সিএমএস বাবুরবাগ হারায় যথাক্রমে রামকৃষ্ণ শ্যামসায়র ও সেন্ট জেভিয়ার্সকে। কিন্তু দু’টি প্রতিযোগিতায়-ই ৪৫-এর বদলে ২০ ওভার খেলা হয় বলে কয়েকটি স্কুলের তরফে অভিযোগ পান বিশ্বরূপবাবু। স্কুলগুলির আরও অভিযোগ, গোটা জেলার বদলে শহরের কয়েকটি স্কুলকে এই প্রতিযোগিতায় খেলিয়ে প্রতিযোগিতাটি চুপিসারে সেরে ফেলা হচ্ছে। এর পরে বিশ্বরূপবাবু ফোন করেন জেলা ক্রীড়া সংস্থায়। তিনি সংস্থার কর্তাদের জানান, অবিলম্বে ওই প্রতিযোগিতায় ৪৫ ওভারের করতে হবে। যদিও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডলের অভিযোগ, “আমরা এ ব্যাপারে সিএবি-র কর্তার ফোন পাইনি। মাঠ না পেয়েই প্রতিযোগিতাটি আপাতত স্থগিত রাখা হয়েছে।” তিনি জানান, ৪০ ওভারের প্রতিযোগিতাটি ২৫ মার্চ থেকে বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে শুরু হবে। তবে রবিবার এই প্রতিযোগিতার দু’টি ম্যাচ কেন বাতিল করা হল, কেনই বা প্রতিযোগিতাটি ২০ ওভারের করা হয়েছিল, সে বিষয়ে অবশ্য জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কোনও উত্তর দিতে পারেননি।
|
হাসপাতাল ছাড়লেন যুবরাজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তৃতীয় কেমোথেরাপির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন যুবরাজ সিংহ। বোস্টনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি টুইট করেন, “তিন নম্বর কেমো শেষ। হাসপাতাল থেকে চলে এলাম। এ বার আমি মুক্ত। সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হল এখন থেকে। বাড়ি ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” ধন্যবাদ জানিয়েছেন তাঁর সকল ভক্তকেও। বলেছেন, “আমার পাশে থাকার জন্য আপনাদের মনের গভীর থেকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত আপনাদের শুভেচ্ছাগুলো ডাক্তারের থেরাপির সঙ্গেই ভাল কাজ দিয়েছে।” ডাক্তারদের আশা, যুবরাজ প্রতিযোগিতামূলক ম্যাচে না হলেও, মাঠে ফিরবেন মে মাসের প্রথম সপ্তাহে। সচিন তেন্ডুলকরকে শততম সেঞ্চুরির শুভেচ্ছাও জানিয়েছেন যুবরাজ। “কুর্নিশ করছি তেন্ডুলকরকে। ও যেটা করেছে সেখানে পৌঁছনো সম্ভব নয়। ও সত্যিই ওর প্রজন্মের সেরা।”
|
মহমেডান এগোচ্ছে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আই লিগের প্রথম ডিভিশনে ওঠার লড়াইতে এগোল মহমেডান। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের দ্বিতীয় ডিভিশনে আইজল ফুটবল ক্লাবকে স্ট্যানলির হ্যাটট্রিকে ৪-৩ হারিয়ে। মহমেডানের এখন ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট। ভাইচুং ভুটিয়ার ক্লাব ইউনাইটেড সিকিমের ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট। রয়্যালের ৩ ম্যাচে ৭। তবে আই লিগ দ্বিতীয় ডিভিশনের লড়াই অনেক বাকি। ১২টি করে ম্যাচ খেলতে হবে ৭ দলকে। প্রথমার্ধে ৩-০ এগিয়েছিল মহমেডান।
|
সিএবি-র টুর্নামেন্টে পৈলান ওয়ার্ল্ড স্কুল ৫ উইকেটে হারাল সোফি হল ইংলিশ স্কুলকে। |