টোলগেদের বিপক্ষে কাল কঠিন কাজমা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এএফসি কাপে কাজমা ক্লাবের বিরুদ্ধে খেলতে কুয়েত পৌঁছাল ইস্টবেঙ্গলের ১৯ জনের দল। রবিবার ভোরে কলকাতা থেকে রওনা হয়ে দুবাই হয়ে তারা কুয়েত পৌঁছায় রাত সাড়ে আটটা নাগাদ। কুয়েতের আস-সাদাকুয়া ওয়ালসালাম স্টেডিয়ামে মঙ্গলবার টোলগে-এডমিলসনরা মুখোমুখি হচ্ছেন ক্লাবটির।
কাজমা-র কোনও ভিডিও জোগাড় হয়নি। ইউ টিউব থেকে কিছু ক্লিপিং দেখেছেন কোচ ট্রেভর মর্গ্যান-সহ ফুটবলাররা। ইস্টবেঙ্গলের মতো কাজমা-ও তাদের দেশের লিগে এই মুহূর্তে তিন নম্বরে। ক্লাবটির পরিসংখ্যান এবং ক্লিপিং দেখে ক্লাবটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মর্গ্যান। এর আগে এক বারই তারা ভারতের ক্লাবের সঙ্গে খেলেছিল। এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে ’৮৮-’৮৯-এ মোহনবাগানকে তারা ঘরের মাঠে ১-০ হারিয়েছিল। এ বছর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ঘরের মাঠে ০-১ হেরেছিল ইয়েমেনের আল ওরুবার কাছে। কাজমা অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করেছে ইরাকের আর্বিলের বিরুদ্ধে। এই ম্যাচে ইস্টবেঙ্গল অবশ্য চোটের জন্য পাচ্ছে না মেহতাব হোসেন, নওবা সিংহ, ভাসুম ও সুশান্ত ম্যাথুকে। মর্গ্যানের প্রধান ভরসা তাঁর চার বিদেশি--টোলগে-পেন-ওপারা-এডমিলসন। তা ছাড়া এই ম্যাচের জন্য ফুটবলার হিসাবেই কুয়েত গিয়েছেন অ্যালভিটো ডি’কুনহা।
কুয়েতের ক্লাবটিতে বিদেশি রয়েছেন চার জন। গাম্বিয়ার জাতীয় দলের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আব্দৌ জাম্মেহ। রাশিয়া-জার্মানির দ্বিতীয় ডিভিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। আর এক বিদেশি ডিফেন্ডার মরক্কোর হামাদা বারাকাত। আছেন ওমানের জাতীয় দলের স্ট্রাইকার ইসমাইল আল আজমি। আর এই বছরের জানুয়ারিতে রাশিয়ার ক্লাব থেকে এসে কাজমায় সই করেছেন আইভরি কোস্টের অ্যালেক্স সোমিয়ান। দলটির কোচ চেক প্রজাতন্ত্রের মিলান মাকালা। চেকোস্লোভাকিয়ার এই প্রাক্তন কোচ দীর্ঘ দিন কোচিং করাচ্ছেন সৌদি আরব, কুয়েত, ওমান-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন জাতীয় দল ও ক্লাবের। |