অবশেষে শুরু হতে চলেছে ভিআইপি রোডে দমদম পার্ক থেকে তেঘরিয়া পর্যন্ত উড়ালপুল তৈরির কাজ। পূর্ত দফতর সূত্রে খবর, চলতি মাসের ২০ তারিখ থেকে এই কাজ শুরু হবে। উড়ালপুলটি তৈরি হলে ভিআইপি রোড ধরে বিমানবন্দর যাওয়া যেমন সহজ হবে, তেমনই সহজ হবে যশোহর রোড ধরে বারাসত পর্যন্ত ও দূরপাল্লার গাড়ির যাতায়াত। রাজারহাট-গোপালপুর পুরসভার বিধায়ক পূর্ণেন্দু বসু বলেন, “জেএনএনইউআরএমের অধীনে এই কাজ শুরু হবে চলতি মাসেই। মোট খরচ হবে ২১৬ কোটি টাকা। কাজ শেষ হয়ে যাবে দেড় বছরের মধ্যে।”
২০১০-এ কেষ্টপুর উড়ালপুলের শিলান্যাস করেছিল বাম সরকার। কিন্তু কাজ শুরু হয়নি। তাই সেখানে যানজটের ছবিটাও বদলায়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “প্রথমে ঠিক হয় কাজটা নিজেরা করব। পরে জেএনএনইউআরএমের অধীনে কাজ করার সিদ্ধান্ত হয়। এর অনুমোদন নিয়ে কথা বলতে অনেক বার দিল্লিতে গিয়েছি। শেষ পর্যন্ত অনুমোদনও মেলে। কিন্তু তত দিনে বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় কাজ শুরু করা যায়নি।” তবে তাঁর মতে, “বর্তমান সরকারের আরও আগেই উড়ালপুলের কাজ শুরু করা উচতি ছিল।” |
ভিআইপি রোডের যানজট। ফাইল চিত্র |
পূর্ত দফতর সূত্রে খবর, সম্প্রতি পুলিশ-প্রশাসন, এলাকার বিধায়ক ও পুর-ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন ওই দফতরের আধিকারিকেরা। কাজ শুরুর সিদ্ধান্ত হয়। প্রায় ২ কিলোমিটার ওই উড়ালপুলে থাকবে চারটি লেন। উড়ালপুলটি যাবে ভিআইপি রোডের উপর দিয়ে। তার স্তম্ভ বসবে ডিভাইডারের মাঝে। কাজ শুরু হবে তেঘরিয়া থেকে। দমদম পার্কের যেখানে উড়ালপুলটি নামবে, সেখানে ভিআইপি রোড চওড়া করা হবে। রাস্তা চওড়া হবে তেঘরিয়াতেও। ইতিমধ্যেই ওই এলাকা ঘুরে দেখেছেন এলাকার বিধায়ক, পুর-ইঞ্জিনিয়ার ও পূর্ত দফতরের আধিকারিকেরা। রাজারহাট-গোপালপুর পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায় বলেন, “ভিআইপি রোডের যে অংশ দিয়ে উড়ালপুলটি যাবে, তার মাটি পরীক্ষা হচ্ছে।” মনোদীপবাবু জানান, শুধু উড়ালপুলই নয়, তার দু’ধারে তৈরি হবে সার্ভিস রোডও।
যশোহর রোডের নাগেরবাজার উড়ালপুলের কাজ শেষ। এ মাসের ২৪ তারিখ উদ্বোধন হওয়ার কথা। সেখান দিয়ে গাড়ি যাতায়াত শুরু হলে যশোহর রোডের যানজট কমবে। ওই রাস্তা ধরে বিমানবন্দর যাওয়াও সহজ হবে। পূর্ত দফতরের এক আধিকারিক জানান, কেষ্টপুর ও নাগেরবাজারের উড়ালপুলের কাজ এক সঙ্গে হলে ভিআইপি রোড ও যশোহর রোড, দু’টি রাস্তাতেই যানজট হত। তাই কেষ্টপুরে কাজ শুরু করা যাচ্ছিল না। নাগেরবাজারের কাজ শেষ হতেই এই কাজ শুরু হচ্ছে। কৈখালি থেকে বিমানবন্দর পর্যন্ত উড়ালপুল প্রায় শেষ। কেষ্টপুরের উড়ালপুল হয়ে গেলে ভিআইপি রোড ধরে বিমানবন্দরে যাওয়া আরও সহজ হবে। |