|
|
|
|
ভোডাফোন বিতর্ক |
পুরনো তারিখ ধরে আইন বদল চান না মন্টেক |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভোডাফোন বিতর্কে এ বার মুখ খুললেন মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। ভোডাফোন-হাচিসনের মতো ব্যবসায়িক লেনদেনকে করের আওতায় আনতে বাজেটে আয়কর আইনে আনা বিশেষ সংশোধনীর জেরে নতুন করে শুরু হতে পারে ওই মামলা। এই সংশোধনী কার্যকর ধরা হবে ১৯৬২ সালের ১ এপ্রিল থেকে। এটিকে ‘যথাযথ’ বলে মন্তব্য করেও রবিবার এক সাক্ষাৎকারে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের মন্তব্য, মামলাটি ফের আদালতে তোলার সিদ্ধান্ত যদি অর্থ মন্ত্রক না-নেয়, তা হলে নিঃসন্দেহে সেটা হবে শিল্পের সামনে একটি ভাল সঙ্কেত। তিনি বলেন, “সাধারণ ভাবে পুরনো তারিখকে ভিত্তি হিসেবে ধরে আইনে রদবদল এড়ানোই উচিত।”
সংশোধনীর প্রস্তাব হল, ভারতে ব্যবসার যোগসূত্র থাকলে, ভারতীয়, অনাবাসী বা বিদেশি সবাই উৎসে কর কাটিয়ে তা কেন্দ্রের ভাঁড়ারে জমা করতে বাধ্য হবেন। এমনকী লেনদেন বিদেশের মাটিতে হলেও এই করের আওতায় আসবেন তিনি। প্রসঙ্গত, ২০০৭-এ হংকং-ভিত্তিক মোবাইল পরিষেবা সংস্থা হাচিসন-এসারে হাচিসনের ৬৭% শেয়ার প্রায় ১,১০০ কোটি ডলারের বিনিময়ে হাতে নেয় ব্রিটিশ বহুজাতিক ভোডাফোন। কিন্তু এ জন্য কেন্দ্রের কাছে কর জমা দেয়নি তারা। তাদের দাবি ছিল, এই চুক্তি সই হয়েছে বিদেশের মাটিতে। ফলে, এ জন্য কোনও কর দাবি করতে পারে না কেন্দ্র। উল্টো দিকে কেন্দ্রের দাবি ছিল, ব্যবসার একটা বড় অংশ ভারতে হওয়ার দরুন ১২ হাজার কোটি টাকা কর (জরিমানা-সহ) তাদের প্রাপ্য। এ ধরনের আরও মামলায় কেন্দ্রের প্রাপ্য ধরা হয়েছে ৩০ হাজার কোটি টাকা। তবে সুপ্রিম কোর্টে ভোডাফোন মামলার রায়ও যায় সংস্থার পক্ষেই।
তার পরই এ বারের বাজেটে আইন সংশোধনের পথে হাঁটল কেন্দ্র। মন্টেক অবশ্য বলেছেন, “এ ক্ষেত্রে ওই বদল আনাই অর্থ মন্ত্রকের মূল লক্ষ্য ছিল। প্রস্তাবিত প্রত্যক্ষ কর বিধি (ডিরেক্ট ট্যাক্স কোড)-তে এ ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছিল।” ভারতে প্রত্যক্ষ বিদেশি লগ্নির উপর এই সংশোধনীর প্রভাব পড়বে না বলে ইতিমধ্যেই অর্থ মন্ত্রক আশ্বাস দিয়েছে। মন্টেকও বলেন, “বিদেশি লগ্নিকারীরা নিশ্চয়ই মনে করবেন না যে, সরকার আয়কর আইনের মূল শর্তগুলি বদল করতে চায়। তবে পুরনো তারিখ থেকে কার্যকর হওয়া কোনও পরিবর্তনের প্রভাব কারও উপর পড়লে অবশ্যই তাঁর মনে হবে, তাঁর প্রতি অন্যায় আচরণ করা হয়েছে।”
|
নতুন নিয়োগ |
প্রসূন ভট্টাচার্য আইসিএআই পূর্ব ভারতীয় শাখার চেয়ারম্যান হয়েছেন। রাজীব মিত্তল ভারত তথা সার্ক দেশগুলিতে বাণিজ্যিক সংযোগ সংস্থা আভায়া-র এমডি-র দায়িত্ব নিয়েছেন। নিপুণ গোয়েল ইন্ডিয়া ইনফোলাইন গ্রুপের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং বিভাগের প্রেসিডেন্ট হয়েছেন। |
|
|
|
|
|