তথ্য বিক্রির দায়ে ভারতীয় কল-সেন্টার
সংবাদসংস্থা • লন্ডন |
প্রায় ৫ লাখ ব্রিটিশ গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপনে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল ভারতীয় কল-সেন্টারগুলির বিরুদ্ধে। ব্রিটেনের এক দৈনিকের দাবি, ভারতীয় কল সেন্টারের ‘দুর্নীতিগ্রস্ত’ কর্মীরাই ক্রেডিট কার্ডের গোপন নম্বর-সহ ব্যক্তিগত তথ্য বেচে দিচ্ছে। এর তদন্ত করার জন্য কয়েক জন সাংবাদিককে নিয়োগ করেছিল দৈনিকটি। ছদ্মবেশী ওই সাংবাদিকদের কাছে দু’জন ভারতীয়, যারা নিজেদের তথ্য-প্রযুক্তি কর্মী বলে পরিচয় দেয়, গোপনে অন্তত পাঁচ লাখ ব্রিটিশ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করতে চায়। এদের মধ্যে এক জনের নাম নরেশ সিংহ বলেও জানা গিয়েছে। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের রক্ষণশীল দলের এম পি রিচার্ড বেকন। |
সাহায্য ফেরত প্রচণ্ড-পুত্রের
সংবাদসংস্থা • কাঠমান্ডু |
মাওবাদী নেতা প্রচণ্ডের ছেলের এভারেস্ট অভিযানে দু’লক্ষ পঞ্চাশ হাজার ডলার সাহায্যের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। কিন্তু দেশজোড়া প্রতিবাদের জেরে আজ সেই সাহায্য ফেরাতে বাধ্য হলেন প্রচণ্ডের ছেলে প্রকাশ দহল। প্রকাশের নেতৃত্বে ১১ জনের একটি দল ২৯ মার্চ এভারেস্ট অভিযান করবে। সময় মতো সংবিধান রচনা শেষ করার জন্য নাগরিকদের সচেতন করতে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী থেকে সাগরমাথা পর্যন্ত এই প্রতীকী অভিযানের আয়োজন করা হয়েছে। সরকার এই অভিযানে অর্থ মঞ্জুরের সিদ্ধান্ত নিলে দুর্নীতি ও অর্থ অপচয়ের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদের জেরে প্রকাশ জানান, সরকারি সাহায্য ছাড়াই তাঁদের অভিযান হবে। |
প্যারিসে ক্লাস নিচ্ছেন রাজস্থানের সাফাই-কর্মীরা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়েক বছর আগেও মলবাহকের কাজ করতেন তাঁরা। দিন বদলের ফলে আজ তাঁরাই স্বাস্থ্যসম্মত ভাবে বাঁচার পাঠ শেখাচ্ছেন বিশ্বকে। ঊষা চামার ও গুড্ডি অটওয়াল বহু বছর ধরেই হাত দিয়ে ময়লা পরিষ্কার করতেন রাজস্থানে। উঁচু জাতের চাপে অন্য উপায়ও ছিল না। দুঃস্বপ্ন শেষ হয় সেখান থেকে তাঁদের উদ্ধার করা হলে। এক স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্যে তাঁরা এখন প্যারিসে। স্বাস্থ্যসম্মত ভাবে বাঁচা ও জলের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক আলোচনা সভায় শোনাবেন তাঁদের বদলে যাওয়া জীবনের গল্প। এই নিয়ে দেশ-বিদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করছেন তাঁরা। সংগঠকদের আশা, ওই দু’জনের আলোয়ার থেকে মার্সেই যাত্রা উদ্বুব্ধ করবে আরও অনেককে। |
খালেদার ছেলের বিরুদ্ধে চার্জ গঠন
সংবাদসংস্থা • ঢাকা |
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ৩০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল বাংলাদেশের বিশেষ আদালত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। ২০০৪-এ ওই হামলায় ২৪ জন নিহত হন। |
তিস্তা বিবাদ মেটান, অনুরোধ হাসিনার
সংবাদসংস্থা • ঢাকা
|
তিস্তার জল নিয়ে বিবাদ দ্রুত মেটাতে ভারতকে অনুরোধ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সারনের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করেছেন তিনি। হাসিনার প্রচার সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উন্নতি নিয়ে হাইকমিশনারের সঙ্গে কথা বলেন হাসিনা। |