হুগলির সোমরাবাজার স্টেশনের অদূরে শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল রেলপুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁর পরিচয় জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মশান সর্দার (৫২)। তিনি পেশায় খেতমজুর। বাড়ি কালনা ১ ব্লকের সিমলন-আটঘোড়িয়া পঞ্চায়েতের বৃদ্ধপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই ব্যক্তি বাস ধরে প্রথমে ধাত্রীগ্রাম স্টেশনে আসেন। সেখান থেকে ট্রেন ধরে সোমরাবাজারে তাঁর বোনের বাড়ির উদ্দেশে রওনা হন। এ দিন সন্ধ্যায় স্টেশন ছাড়িয়ে একটি সেতুর কাছে রেললাইনের পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। অন্য দিকে, বোনের বাড়ি না পৌঁছনোয় তাঁর আত্মীয়েরা খোঁজ শুরু করেন। শনিবার সন্ধ্যায় কালনা জিআরপি তাঁদের মৃতদেহটির ছবি দেখালে তাঁরা দেহটি শনাক্ত করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের। মৃতের ভাইপো সঞ্জয় সর্দার অবশ্য বলেন, “কাকার ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনাটি মানতে পারছি না। পুলিশকে বলেছি বিষয়টির তদন্ত করে দেখতে।” রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহটির ময়না-তদন্ত করানো হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। পুলিশ জানায়, মৃতের নাম জয়ন্ত দাস (১৩)। কেতুগ্রামের রাজুর বান্ধব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রের বাড়ি স্থানীয় মাসুন্দি গ্রামে। শনিবার সকালে ভাইকে নিয়ে সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যাচ্ছিল সে। সেই সময়ে একটি ট্রাক্টর তার সাইকেলে ধাক্কা মারলে সে গুরুতর জখম হয়। রাস্তায় ছিটকে পড়ে তার ভাই। গুরুতর জখম অবস্থায় জয়ন্তকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
|
রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সংগঠন পেনশনার্স অ্যাসোসিয়েশনের ৩১তম রাজ্য সম্মেলন হল রবিবার। কাটোয়ার সংহতি মঞ্চে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অমিতকুমার মল্লিক। অবসরপ্রাপ্তদের বিভিন্ন দাবির ভিত্তিতে একটি স্মারক পত্রিকা প্রকাশিত হয় সম্মেলনে। দাবি পূরণের জন্য প্রয়োজনীয় কমসূচি নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফণীভূষণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সম্মেলনে ৮০০ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। আশা করি নতুন সরকার আমাদের দাবি বিবেচনা করবে।”
|
বর্ধমানের বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের নিয়ে তৈরি সিপিএমের নতুন সংগঠন ‘বস্তি কল্যাণ সমিতি’-র দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কাটোয়া শহরের থানা রোডের একটি লজে। রবিবার ওই সম্মেলনে ১৭৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে এলাকার মানুষের মধ্যে সচেতনতা প্রসার নিয়েও আলোচনা হয়। সংগঠনের সহ-সম্পাদক তথা সিপিএমের বর্ধমান জেলা কমিটির সদস্য সুদীপ্ত বাগচি বলেন, “এই সম্মেলনে পুর উন্নয়ন খাতের ২৫ শতাংশ টাকা বস্তি এলাকার বাসিন্দাদের জন্য খরচ করার দাবি রাখা হয়েছে। এছাড়া তাঁদের জমির অধিকার দেওয়ার দাবি-ও জানানো হয়েছে।”
|
যুব কংগ্রেস নেতা পরিমল সর্দারের খুনিদের শাস্তির দাবিতে কাটোয়া মহকুমা যুব কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় একটি বিক্ষোভ সমাবেশ হয় কাটোয়ার গাঁধী মূর্তির পাদদেশে। মোমবাতি জ্বালিয়ে বসিরহাটের ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়। যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেস-সহ সাধারণ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। |