|
হাসল খোকা আহা
মিষ্টি পাতাবাহার
হা হা, হা হা, হা হা
সবুজবনের গান বুনেছে ঝিনুক পুঁতি পাহাড়। |
|
|
হাসল খোকা ওহো
থমকে যত গ্রহ
হো হো, হো হো, হো হো
দু’হাত ভরে কুড়িয়ে নিলুম বৃষ্টি রোদের মোহর। |
|
|
হাসল খোকা মিহি
ডাকল ঘোড়া চিঁহি
হি হি, হি হি, হি হি
পাগলা বাতাস বন্ধু পাতাস কুলপি-সোনা-ডিহির। |
|
|
হাসল খোকা এহে
এমন খবর পেয়ে
হে হে, হে হে, হে হে
বললে দোয়েল ছড়িয়ে দিলুম মেহেরবানি মেহের। |
|
|