বছরের শেষ কলামটা লিখতে বসে খালি মনে পড়ছে গোটা মরসুমে ঘটে যাওয়া ফুটবল বিশ্বের উল্লেখযোগ্য ঘটনাগুলো। সেখানে যেমন আছে ভাল, তেমনই আছে খারাপও। যার থেকে বেছে নিচ্ছি আমার পছন্দের টিম, ভাল ফুটবলার, বাজে ফুটবলার, সেরা দলবদল, সবথেকে ভুল সিদ্ধান্ত সব।
এ বছরে বিশ্বের সেরা ক্লাব অবশ্যই বার্সেলোনা। সেরা ফুটবলার লিওনেল মেসি। সবচেয়ে ভাল জাতীয় দল জার্মানি। আমার লাতিন আমেরিকার সেরা জাতীয় দল উরুগুয়ে। উঠতি ফুটবলারদের মধ্যে সান্তোসের নেইমারের পাশে রাখব বেলজিয়ান উইঙ্গার ইডেন হাজার্ডকে। ফ্রান্সের লিলে-তে খেলে। সেরা গোলকিপার রিয়াল মাদ্রিদের কাসিয়াস। শ্রেষ্ঠ সেন্ট্রাল ডিফেন্ডার বার্সেলোনার পুওল।
দল হিসাবে বছরের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে সুইজারল্যান্ডের বাসেল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকেই ছিটকে দিয়ে। বড় ক্লাবের ফিরে আসার সেরা নিদর্শন আর্জেন্তিনা লিগ জেতা বোকা জুনিয়র্সের। কোনও ফুটবলারের প্রত্যাবর্তনের সেরা উদাহরণ মিরোস্লাভ ক্লোসে। বুন্দেশলিগা ছেড়ে সিরি আ-র লাজিওয়ে গিয়েই ১৪ ম্যাচে ৯ গোল করেছে।
বছরের সেরা দলবদলটা করেছে আমার জামাই আগেরো। আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে আসার সিদ্ধান্ত ওর কতটা ঠিক, এই কয়েক মাসেই বুঝিয়ে দিয়েছে। যেমন এটোর সঙ্গে রাশিয়ার মাখাচকালার ক্লাবের তিন বছরের চুক্তিটা বছরের সেরা চুক্তি।
এ বার আসি খারাপের দিকে। সবচেয়ে খারাপ দলবদলটা হয়েছে তোরেসের, লিভারপুল থেকে ৫ কোটি পাউন্ডে চেলসিতে আসা। চেলসির মালিক আব্রামোভিচের আরও একটা ভুল সিদ্ধান্ত কার্লো আন্সেলোত্তিকে তাড়িয়ে ভিয়াস বোয়াসকে কোচ করে আনা। এ বছরের এটাই সেরা ভুল। আবার এসি মিলানের বিনা ট্রান্সফার ফি-তে আন্দ্রে পির্লোকে জুভেন্তাসে যেতে দেওয়াটা ফুটবলার ছাড়ায় সবচেয়ে বড় ভুল।
আর বছরের সেরা ভণ্ডামি ফিফার নিজেদের বিরুদ্ধেই ঘুষের তদন্ত। সঙ্গে ওদের সেরা একগুঁয়েমি হল গোললাইন টেকনোলজি চালু না করা।
বছরের মন খারাপ করা ঘটনা, গ্যারি স্পিডের মতো মানুষ এবং ফুটবলারের আত্মহত্যা।
সব শেষে একটু মজা! কোন ফুটবলারের বান্ধবী সবচেয়ে সুন্দরী? অবশ্যই জেরার পিকে-র বান্ধবী শাকিরা। |