ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর পশ্চিমবঙ্গ শাখাতেও লাগল ‘পরিবর্তন’-এর হাওয়া। দীর্ঘ দু’দশক পরে সেখানে ‘পরিবর্তনপন্থী’ চিকিৎসকেরা নির্বাচিত হলেন। আইএমএ-র ওই শাখার সাধারণ সম্পাদক, সভাপতি-সহ ১৫টি আসনে ভোটের ফল প্রকাশিত হয় রবিবার। সব ক’টিতেই তৃণমূল সমর্থিত চিকিৎসকেরা জয়ী হয়েছেন। গত দেড় মাস ধরে রাজ্যের ১৫৯টি শাখায় নির্বাচন হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূলের চিকিৎসক-কাউন্সিলর শান্তনু সেন। সভাপতি হয়েছেন রামদয়াল দুবে এবং সহ-সভাপতি অসীম সরকার। শান্তনুবাবু বলেন, “দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে আলিমুদ্দিন-প্রভাবিত চিকিৎসকেরা আইএমএ-র এই রাজ্য শাখা কব্জা করে রেখেছিলেন। মুখ্যমন্ত্রী যে ভাবে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন, তাতে এই শাখা সামিল হবে।” একই সঙ্গে, দীর্ঘ ৪২ বছর পরে দক্ষিণেশ্বরের শ্রীশ্রী সারাদাদেবী বালিকা বিদ্যামন্দিরের পরিচালন সমিতি হাতছাড়া হল সিপিএমের। ওই স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে অভিভাবক প্রতিনিধির ছ’টি পদের সব ক’টিতেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। কামারহাটির বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান, এ বারই প্রথম তৃণমূল ওই বিদ্যালয়ে ভোটে দাঁড়াতে পারল। পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম জানান, মুদিয়ালি বয়েজ হাইস্কুলেও পরিচালন সমিতির ভোটে অভিভাবক প্রতিনিধির সব ক’টি পদেই তৃণমূল জিতেছে।
|
ফের মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলের স্কুল-ছাত্রীদের সাইকেল দেওয়া শুরু করল প্রশাসন। রবিবার লালগড় ও বেলপাহাড়ি ব্লকের মোট ৫৯২ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। এ দিন লালগড় ব্লক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আঁধারিয়া ও গোহমিডাঙা স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৩৫১ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, জেলা পরিকল্পনা আধিকারিক প্রণব ঘোষ। এদিনই বেলপাহাড়ি ব্লক অফিসে বেলপাহাড়ি এসসি হাইস্কুলের ২৪১ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত ও ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার গৌরব শর্মা। পরে জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত জানান, জঙ্গলমহলের অন্যান্য ব্লক গুলিতেও ধাপে ধাপে স্কুল ছাত্রীদের সাইকেল বিলি করা হবে। |