টুকরো খবর
দুই জেলায় স্কুলে জয় সিপিএমের
নদিয়া ও মুর্শিদাবাদ, দুই জেলায় পাঁচটি স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম প্রার্থীরা। দুই জেলার বেশ কয়েকটি স্কুলে রবিবার ছিল পরিচালন সমিতির নির্বাচন। নদিয়ার কালীগঞ্জের পলাশি উচ্চবিদ্যালয়, জানকীনগর হাইমাদ্রাসা এবং কুলবেড়িয়া উচ্চবিদ্যালয়ে ৬টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম, তৃণমূল ও কংগ্রেস। এর মধ্যে পলাশি এবং কুলবেড়িয়া উচ্চবিদ্যালয়ে সবকটি আসনই দখল করেছেন সিপিএম প্রার্থীরা। অবশ্য জানকীনগর হাই মাদ্রাসায় ৪টি আসন পেয়েছে সিপিএম ও বাকি ২টি দখল করেছে কংগ্রেস। চাপড়ার পুকুরিয়া হাইস্কুলে ৪টি আসনে জিতেছে সিপিএম। কংগ্রেস-তৃণমূল জোট পেয়েছে ২টি আসন। অন্য দিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিচালন সমিতিতে ক্ষমতায় এসেছে সিপিএম প্রার্থীরা। সেখানেও ৬টি আসনের মধ্যে ৪টিতে সিপিএম ও ২টিতে কংগ্রেস জয়ী হয়েছে। অন্য দিকে, নদিয়ার তেহট্ট শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয় এবং মুর্শিদাবাদের কাবিলপুর সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতিতে জয়ী হয়েছে কংগ্রেস-তৃণমূল জোট এবং কংগ্রেস। এই দুই স্কুলে অবশ্য ৬টি আসনেই হেরেছে সিপিএম। তেহট্ট এবং সাগরদিঘির ওই দুই স্কুল পরিচালন সমিতিতে আগে ক্ষমতায় ছিল সিপিএম।

মুরুটিয়ায় মিলল দুই বাংলাদেশির দেহ
এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মহম্মদ নাহারুল ইসলাম (৪২)। বাড়ি বাংলাদেশের গাঙনি থানা এলাকার শেওড়াতলায়। শুক্রবার রাতে মুরুটিয়া থানার ব্রজনাথপুর সীমান্তে তাঁরকাটার ওপারে ভারতীয় জমিতে ওই মৃতদেহ পড়ে ছিল বলে পুলিশ জানিয়েছে। এ দিন নাহারুলের স্ত্রী দেহ শনাক্ত করেছেন। বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডসের ফ্ল্যাগ মিটিং-এর পরে রবিবার ওই মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে কি ভাবে তাঁর মৃত্যু হয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা সঠিক ভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে, গত সোমবার সকালে মুরুটিয়া থানার দহখোলা সীমান্ত এলাকার মাথাভাঙা নদীতে একজন বাংলাদেশির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হাফিজুল ইসলাম (৪৫)। বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার চাকদিয়া গ্রামে। খবর পেয়ে তাঁর ছেলে সফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে দেহ শনাক্ত করলে ফ্ল্যাগ মিটিং-এর পর মৃতদেহ বাংলাদেশ বর্ডার গার্ডসের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছিল হাফিজুলের।

কল্যাণীতে এলপিজি ‘সেফটি ক্লিনিক’
শুক্রবার নদিয়ার কল্যাণীতে জেলা এলপিজি ডিসট্রিবিউটারস অ্যাসোসিয়েশনের নবম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজ্যের যুব কল্যাণমন্ত্রী উজ্জল বিশ্বাস, বীরনগর পুরসভার পুরপ্রধান পার্থ চট্টোপাধ্যায়, সংগঠনের সম্পাদক বলরাম সাহা, রতন মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। বলরামবাবু বলেন, ‘‘আমরা নিরাপত্তার দিকটিকে গুরুত্ব দিচ্ছি। জেলার ২৪টি জায়গায় সেফটি ক্লিনিক করে মানুষকে সচেতন করা হবে। তারা কী ভাবে গ্যাস ব্যবহার করবেন, তা হাতে কলমে দেখানো হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনাচক্রের আয়োজন করা হবে।” এই আলোচনাচক্রের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা সাহায্য করা হয়।

দেহ উদ্ধার
শনিবার রাতে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রামে রাস্তার ধার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৫০ বছর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.