টুকরো খবর
গুলি চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা
গুলি চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা হল খড়্গপুর লোকাল থানার রূপনারায়ণপুর এলাকায়। শনিবার রাতের ওই ঘটনায় গুরুতর জখম হন এক বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী কুমারেশ রায়। প্রথমে তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই নিরাপত্তারক্ষী বেঙ্গল এনার্জির অতিথি শালায় পাহারা দিচ্ছিলেন। শনিবার কাজ সেরে রাত সাড়ে ৯টার সময় সাইকেলে করে ফিরছিলেন। তখনই কয়েকজন মিলে তাঁকে ঘিরে ধরে। প্রথমে ভোজালি দিয়ে আঘাত করে। তারপর গুলি চালায়। ওই এলাকায় বেশ কয়েকটি দোকান ও শো-রুম রয়েছে। গুলির শব্দে ব্যবসায়ীরা বেরিয়ে আসেন। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সন্ধের পর এলাকায় টহল বাড়ানো হবে বলে পুলিশ জানিয়েছে।

সাধারণ সভা
ওয়েস্ট বেঙ্গল মার্সিং মিডওয়াইফারি (রিভাইজড) এমপ্লয়িজ সোসাইটির বার্ষিক সাধারণ সভা হল রবিবার। মেদিনীপুর শহরের ফেডারেশন হলে এই সভাটি হয়। তাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগস্যুলারি নার্স মিডওয়াইফারি (রিভাইজড) কর্মীরা যোগ দেন। ছিলেন রাজ্য সম্পাদিকা রেখা সাহু, জেলা সভাপতি অঞ্জু দাস, জেলা সম্পাদিকা অরুণা লাগা প্রমুখ। বেতনবৃদ্ধি, ঝুঁকি ভাতা-সহ নানা দাবিতে আন্দোলন গড়ে তোলার উপরে জোর দেওয়া হয়।

সম্মেলনে হামলার নালিশ
লোকাল কমিটির সম্মেলন চলাকালীন সিপিএমের চন্দ্রকোনা রোড জোনাল কমিটির অফিসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলাকমিটির সদস্য করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “দু’টি গাড়িতে চেপে ৩০-৩৫ জন তৃণমূল কর্মী-সমর্থক আসে। মূল ফটক বন্ধ থাকায় কার্যালয়ে কেউ ঢুকতে পারেনি। বাইরে থেকেই ইট-পাটকেল ছোড়ে তারা। অশ্লীল গালিগালাজ করে। তারপর বাইরে দাঁড় করানো মোটর-সাইকেল নিয়ে পালিয়ে যায়।” স্থানীয় তৃণমূল নেত্রী উত্তরা সিংহ অবশ্য বলেন, “এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত বলে জানা নেই। যদি দলের কেউ যুক্ত থাকে তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। ৫টি মোটর-সাইকেল উদ্ধারও করেছে তারা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “এলাকায় পুলিশি টহল চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র বিলি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী
শীতবস্ত্র বিতরণ করল পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন। রবিবার শালবনি থানায় ৬২৫ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, সংগঠনের রাজ্য সম্পাদক বিজিতাশ্ব রাউৎ, রাজ্য কমিটির সদস্য সঞ্জীব কর ও জেলা সম্পাদক উদয় প্রামাণিক।

প্রতিবাদসভা
পশ্চিম মেদিনীপুর স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ সভা হল মেদিনীপুরে। রবিবার শহরের জেলা পরিষদ ক্যাম্পাসে এই সভা হয়। ঘাটাল, নেড়াদেউল, গড়বেতা, শালবনি, চন্দ্রকোনা রোড, ডেবরা, খড়্গপুর-সহ জেলার বিভিন্ন প্রান্তের এজেন্টরা এই প্রতিবাদ সভায় যোগ দেন। সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করা হয়। এজেন্টদের স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবাদপত্রও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে পাঠানো হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপহরণের নালিশ
নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি চন্দ্রকোনা শহরের ধরমপুরে। দাসপুরে সোনাখালির মামারবাড়িতে থেকে পড়াশোনা করত সে। শনিবার বিকেলে চন্দ্রকোনায় বাড়ি ফেরার সময় ক্ষীরপাইয়ের কাছে তাকে ওই যুবক অপহরণ করে বলে অভিযোগ মেয়েটির বাবার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই যুবকের বাড়ি শহরের গোপসাইয়ে। তিনি আগে ওই ছাত্রীর বাড়ির গাড়ি চালাতেন।

খড়্গপুরে অনুষ্ঠান
দক্ষিণ-পূর্ব রেলওয়ে পেনশনার্স কংগ্রেসের খড়্গপুর শাখার উদ্যোগে শনিবার পালিত হয়েছে ‘পেনশনার্স ডে।’ খড়্গপুর রেল ওয়ার্কশপের কাছে দিনভর হয়েছে নানা অনুষ্ঠান। এ ছাড়া এক সভায় রেলকর্মীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।

বার্ষিক অনুষ্ঠান
কলাইকুণ্ডার কেন্দ্রীয় বিদ্যালয় ২-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শনিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাইকুণ্ডা এয়ারফোর্সের কমান্ডিং অফিসার রাধাকৃষ্ণ রাধিস। ছিলেন প্রধান শিক্ষক শিহরণ বোস। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্য ও নাটক পরিবেশন করেন ছাত্রছাত্রীরা।

পুরস্কার
বি আর অম্বেদকর পুরস্কার দেওয়া হল শনিবার। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে ১১০ জন কৃতী ছাত্রছাত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য।

কোথায় কী
সাংস্কৃতিক অনুষ্ঠান। ছন্দনীড় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান: ‘সিঞ্চন’। বিশিষ্ট নৃত্যশিল্পী অম্বলী প্রহরাজকে সংবর্ধনা।
মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি-মন্দিরে, সন্ধ্যা ৬টা।

সেমিনার। ইউজিসি-র আর্থিক সহায়তায় গড়বেতা কলেজের পদার্থবিদ্যা বিভাগের সেমিনার।
বিষয়: ‘ফোটোনিক্স অ্যান্ড ন্যানো সায়েন্স’। সকাল সাড়ে ১০টায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.