টুকরো খবর
১৪ থেকে মেলা শুরু
আজ সোমবার থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে সরকারি উদ্যোগে উত্তরবঙ্গের হস্তশিল্প-মেলা। নিজের সাজ থেকে গৃহসজ্জা মহিলাদের মধ্যে বাড়ছে হরেক রকম হস্তশিল্পের চাহিদা। আদিবাসী-এলাকার হস্তশিল্পকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টায় জঙ্গলমহলে মেলা করছে রাজ্য সরকার। সেটি চলবে ১৪ জানুয়ারি থেকে ১৬ দিন ধরে। বিশ্বায়নের যুগেও বিক্রি বাড়ছে বাংলার কাঁথাস্টিচ শাড়ি থেকে ‘এথনিক’ অলঙ্কার, পটচিত্র, বাঁশ-দড়ি-কাঠের শিল্প। উদ্যোক্তাদের আশা, জঙ্গলমহলে মেলা করলে একদিকে আদিবাসী-শিল্পকর্ম আরও বেশি করে প্রকাশ্যে আসবে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ সৃষ্টিশীল নানা কাজের মাধ্যমে উপার্জনের চেষ্টা করতে পারবেন। ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্রমন্ত্রী মানস ভুঁইয়া এ কথা জানিয়ে বলেন, “আধুনিকাদের মধ্যে নানা রকম আদিবাসী-অলঙ্কারের চাহিদা বাড়ছে।” চিনি বলেন, এর উপর সরকার গুরুত্ব দিতে চায়। কীভাবে বাড়ছে রাজ্যে সার্বিক হস্তশিল্পের চাহিদা? সরকারের হিসাবে, কলকাতায় সদ্যসমাপ্ত হস্তশিল্প-মেলায় এবার বিক্রি হয়েছে ১০ কোটি ৭৬ লক্ষ ৬৩ হাজার টাকার। গতবার পরিমাণটি ছিল ৮ কোটি ১১ লক্ষ টাকা। এই দু’বছর এই মেলায় অংশ নিয়েছেন যথাক্রমে ২৯৬৩ ও ২৯৪১ জন শিল্পী। এবারের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় বীরভূমের শিল্পকর্ম২ কোটি ৭৮ লক্ষ ১৩ হাজার টাকার। বিক্রির হিসাবে এর পর দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা -- যথাক্রমে ৮৭ লক্ষ ৩৯ হাজার টাকা এবং ৭৬ লক্ষ ৪৭ হাজার টাকা। ডোকরা থেকে টেরাকোটা, শুকনো ফুল থেকে ‘এমব্রোডায়েরি’ বাড়ছে বাংলার সব রকম শিল্পের চাহিদাই। কলকাতার সাম্প্রতিক মেলার ‘সাফল্যের’ পর রাজ্যেআরও বেশি করে এ রকম মেলা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

কিংফিশারকে ঋণ দেবে সহারা
আর্থিক সঙ্কটে জর্জরিত কিংফিশারকে ২৫০ কোটি টাকারও বেশি ঋণ দেবে সহারা গোষ্ঠী। দৈনন্দিন কাজকর্ম চালানো এবং ধার শোধের জন্য নগদ জোগাড় করতে হিমসিম খাচ্ছে বিজয় মাল্যর ইউবি গোষ্ঠী নিয়ন্ত্রিত বিমান সংস্থাটি। এই পরিস্থিতিতেই তাদের দিকে সাহায্যের হাত বাড়াল মাল্যর ফর্মুলা ওয়ান দল ফোর্স ইন্ডিয়ার সহযোগী-অংশীদার সহারা। এ বছরই ১০ কোটি ডলারে দলটির ৪২.৫% কিনেছে সহারা ইন্ডিয়া। তবে ইউবি গোষ্ঠীর সিএফও-প্রেসিডেন্ট রবি নেদুনগড়ি বলেন, “আমরা এই জল্পনা সমর্থন করছি না, উড়িয়েও দিচ্ছি না।”

নতুন নিয়োগ
এস কে পোদ্দার অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনার্স-এর জাতীয় সভাপতি হয়েছেন। নারায়ণ জৈন জাতীয় সাধারণ সম্পাদক হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.