টুকরো খবর
পথ অবরোধ
রাজস্ব আদায় আচমকা তিন গুণ করা হয়েছে। এই অভিযোগে রবিবার নলহাটি থানার ট্রাক মালিক সমিতির সদস্যরা পথ অবরোধ করলেন সিএডিসি মোড়ে। ট্রাক মালিক সমিতির সম্পাদক অনিল সিংহের অভিযোগ, “শনিবার পর্যন্ত ২০০ কিউবিক ফুট পাথর যে গাড়িতে থাকবে তার কাছ থেকে ২২৫ টাকা নেওয়া হত। রবিবার থেকে ৬৫০ টাকা হয়ে গিয়েছে। আবার ৪০০ কিউবিক ফুট পাথর যে গাড়িতে থাকবে তার কাছ থেকে ৪৫০ টাকা থেকে ১৩০০ টাকা হয়ে গিয়েছে।” এর প্রতিবাদে তাঁরা অবরোধ করেন। পরে নিজেরাই অবরোধ তুলে নেন। রামপুরহাট থানার শালবাদরা পাথরশিল্পাঞ্চলে মালিক সমিতির পক্ষে মইনুদ্দিন হোসেন বলেন, “একেবারে তিনগুণ রাজস্ব বাড়িয়ে দেওয়ার ফলে ভবিষ্যতে জেলাজুড়ে আন্দোলন সংগঠিত হবে।” মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “জেলাশাসকের নির্দেশ মতো এই কাজ করা হয়েছে।”

জন্মতিথি পালন সাইঁথিয়া-নলহাটিতে
সাঁইথিয়ায় প্রসাদ বিতরণ। নিজস্ব চিত্র।
মা সারদার ১৫৯তম জন্মতিথি উপলক্ষে সাঁইথিয়া রামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে রবিবার হল নানা অনুষ্ঠান। এ দিন পাঠচক্রের মন্দিরে সকালে হয়েছে বৈদিক মন্ত্রপাঠ, মঙ্গলারতি, ধর্মসভা, পঙ্ক্তিভোজ, বিবেক পরিচিতি পরীক্ষায় সর্ব্বোচ্চ স্থানাধিকারীদের পুরস্কার প্রদান, কৃতী সুচিশিল্পীদের শংসাপত্র দান-সহ নানা অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। সংস্থার সম্পাদক ভাস্কর কয়াড়ী জানান, মায়ের ভাবাদর্শ জনমানসে ছড়িয়ে দিয়ে এই উদ্যোগ। অন্য দিকে, নলহাটিতে আকালিপুর রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মা সারদার ১৫৯তম জন্মতিথি পালিত হয়। অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে। দুপুরে দরিদ্রনারায়ণ সেবাও হয়। ওই দিন রামপুরহাটের নিশ্চিন্তপুরে রামকৃষ্ণ আশ্রমে মা সারদার জন্মতিথি পালিত হয়।

সৌন্দর্যায়ন নিয়ে বৈঠক
রাতের বোলপুর-শান্তিনিকেতনকে আলোকিত করা হবে। বৈঠক করার পরে শনিবার এ কথা জানান, এসএসডিএ’র সভাপতি শতাব্দী রায়। তিনি বলেন, “প্রাথমিক ভাবে আনুমানিক ৬ কোটি টাকা ব্যয়ে এলাকায় আলোর ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে শহরের সৌন্দর্যায়ণের আরও কাজ করা হবে।” তাঁর আরও আশ্বাস, শহরের যানজট, নিকাশী ও পানীয় জলের সমস্যা মেটানোর জন্য পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে তিনি কথা বলবেন। তবে রাস্তার পাশের জায়গা বেদখল হয়ে যাওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি ‘স্পর্শকাতর’ বলে মন্তব্য করে বলেন, “রাস্তা চওড়া করা নিয়ে চিন্তাভাবনা রয়েছে।” বোলপুরের বিডিও তথা এসএসডিএ’র কার্যনির্বাহী আধিকারিক অমল সাহা বলেন, “প্রাথমিক ভাবে গুরুত্বপূর্ণ ১২ কিলোমিটার এলাকাজুড়ে সৌন্দর্যায়ণের লক্ষ্য নেওয়া হয়েছে। ওই এলাকায় আলোর ব্যবস্থা করা হবে।”

ছিনতাই
বাড়ি ফেরার পথে মারধর করে এক সোনার দোকানের মালিকের কাছ থেকে গয়না ও টাকার ব্যাগ ছিনতাই করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। ওই দিন দুবরাজপুরের বাসকপাড়ায় থাকা নিজের দোকান থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন অসীম সেন নামে ওই ব্যবসায়ী। ৫ নম্বর ওয়ার্ডে বাড়ির কাছে আসতে দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা ফেলে দিয়ে মাথায় আঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। অচৈতন্য অবস্থায় তাঁকে দুবরাজপুরে, পরে সিউড়িতে ভর্তি করানো হয়।

দেহ উদ্ধার
দরজার গ্রিল ভেঙে ঘরের ভিতর থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম তৃপ্তি বসু রায় (৭২)। বোলপুর শহরের স্কুলবাগান এলাকায় তাঁর বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা বাড়িতে একা থাকতেন। শনিবার পড়শিরা তাঁর সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। দরজা ও জানলা ভিতর থেকে বন্ধ ছিল।

দুর্ঘটনায় জখম
পাথরভর্তি ট্রাক ও বাসের মুখোমুখি ধাক্কায় জখম হলেন ২০ জন যাত্রী। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়কে, ময়ূরেশ্বর থানার মল্লারপুরে। গুরুতর জখম অবস্থায় ৫ জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীরা সিউড়িতে ও মল্লারপুরে ভর্তি আছেন।

রেলওয়ে সমিতি
রামপুরহাট মহকুমার নলহাটি, রামপুরহাট, লোহাপুর, মল্লারপুর, মুরারই এলাকার যাত্রীদের নিয়ে রবিবার গঠিত হল রামপুরহাট মহকুমা রেলওয়ে উন্নয়ন সমিতি। এ ব্যাপারে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে একটি সভা হয়।

সম্মেলন
রবিবার সাঁইথিয়া হোমিওপ্যাথি কলেজে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার ২২তম জেলা সম্মেলন হয়েছে। সেখানে পাশফেল প্রথা চালু রাখা, মিড-ডে মিলের দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়া নিয়ে আলোচনা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.