টুকরো খবর
নিউ ইয়র্কে লিফটে পুড়িয়ে খুন বৃদ্ধাকে
লিফট থেকে বেরিয়ে আসছেন ষাটোর্ধ্ব এক মহিলা। হাতে বাজারের থলে। হঠাৎ এক যুবক তাঁকে ধাক্কা দিয়ে ফের ঢুকিয়ে দিল লিফটের ভিতরে। পকেট থেকে একটি বোতল বের করে কিছু একটা স্প্রে করতে শুরু করল মহিলার চোখে-মুখে। পিছন ঘুরে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করলেও থামেনি আক্রমণ। সারা গা এবং মাথায় স্প্রে করে যুবকটি পকেট থেকে বের করল একটি লাইটার। একটি কাপড়ের টুকরোয় আগুন জ্বেলে লিফটের মেঝেতে পড়ে থাকা মহিলার গায়ে ফেলে দিয়ে অবলীলায় পকেটে হাত ঢুকিয়ে নেমে গেল সিড়ি বেয়ে। গোটা ঘটনাটি রেকর্ড হল লিফটের ভিতর এবং বাইরের মোট দু’টি ক্যামেরায়। ব্রুকলিন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাসিন্দা ডরিস জিলেপসির এমন মর্মান্তিক পরিণতি দেখে শিউরে উঠেছে পুলিশও। ফ্ল্যাট থেকে পোড়া গন্ধ পেয়ে দমকলে খবর দেন প্রতিবেশীরা। আগুনের উৎস খুঁজতে গিয়ে লিফটের ভিতর থেকে ডরিসের পুড়ে কাঠ হয়ে যাওয়া মৃতদেহটি উদ্ধার করেন দমকল কর্মীরাই। পুলিশের সন্দেহ, কোনও পরিচিতই মেরেছে ডরিসকে। এবং আততায়ী জানত বাজার সেরে সেই সময়েই ঘরে ফিরছেন ডরিস। তবে এই খুনের উদ্দেশ্য এখনও জানতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। ক্যামেরায় যুবকের যে ছবি পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই খোঁজ শুরু করেছে পুলিশ।

বাংলাদেশে সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশে আজ বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ছ’টা থেকে হামলা শুরু হয় ঢাকার মতিঝিল, ফকিরের পুল, কারওয়ান বাজার, জাতীয় প্রেস ক্লাব-সহ বেশ কয়েকটি এলাকায়। হামলাকারীরা বহু গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। বিস্ফোরণও ঘটানো হয়। বোমার আঘাতে মতিঝিল থানা এলাকায় আরিফুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আবার, সিলেটে কয়েক জন হামলাকারী একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃৃত্যু হয়। তার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলার জন্য বিরোধী জোট বিএনপি এবং জামাত-এ-ইসলামিকে দায়ি করেছে। বিএনপি-র পাল্টা অভিযোগ, মুক্তিযুদ্ধ সমাবেশকে পণ্ড করে দিতেই সরকারি মদতে এই হামলা হয়েছে। আজ বিকেলে অবশ্য শান্তিতেই অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের ওই সমাবেশ। তাতে বক্তৃতা দিয়েছেন খালেদা জিয়া।

পাকিস্তানে ফিরে এলেন জারদারি
রবিবার গভীর রাতে দেশে ফিরলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। হৃদ্রোগের চিকিৎসার জন্য গত ৬ ডিসেম্বর দুবাই যান তিনি। রটে যায়, দেশে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে এমন সম্ভাবনার আঁচ পেয়েই ‘অসুস্থ’ হয়েছেন জারদারি। আজ একটি সংবাদ চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী চিকিৎসকরা জারদারিকে ‘সম্পূর্ণ সুস্থ’ বলে ঘোষণা করেছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনেই জারদারি ফিরলেন বলে মনে করা হচ্ছে। পাকিস্তানে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধারণা, তাঁর পদচ্যুত হওয়ার সম্ভবনা রয়েছে, এমন জল্পনা বানচাল করে দিতেই তড়িঘড়ি ফিরলেন জারদারি।

প্রাক্তন চেক প্রেসিডেন্ট হাভেল প্রয়াত
মারা গেলেন ভাস্লাভ হাভেল (৭৫)। এক সময়ে এই বিদ্রোহী নাট্যকারকে বাগে আনতে না পেরে পাঁচ বছর জেলে পুরে রেখেছিলেন দেশের কমিউনিস্ট শাসকরা। পরে তিনিই রক্তপাতহীন বিপ্লবের নেতৃত্ব দেন। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হন ১৯৮৯ সালে। ‘চেন স্মোকার’ ছিলেন। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হন। অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় ফুসফুসের একাংশ। ১৯৯০ সালে অন্ত্রে গোলযোগের কারণে আরও এক বার মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তবে, দীর্ঘ রোগভোগেও ঘাটতি পড়েনি জীবনীশক্তিতে। হাভেলের সচিব সাবিনা তানসেভোভা জানিয়েছেন, ঘুমের মধ্যেই ওঁর মৃত্যু হয়েছে। পাশে ছিলেন স্ত্রী ডাগমার।

ইরাক থেকে সরে গেল মার্কিন সেনা
প্রায় ন’বছর যুদ্ধ চালিয়ে এ বার ঘরে ফেরার পালা। রবিবার ইরাক ছাড়তে ব্যস্ত মার্কিন সেনাদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর বেশ ক’ভাগে মার্কিন সেনাবাহিনী ইরাক ছাড়তে শুরু করে। রবিবার মার্কিন সেনার শেষ অংশটিকেও ইরাক থেকে সরিয়ে নেওয়া হল। সাদ্দাম হুসেনকে ধরার জন্য ইরাকে আমেরিকা যে যুদ্ধ শুরু করেছিল তা ক্রমশ ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে পরিণত হয়। ন’বছরের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪ হাজার মার্কিন সেনা ও প্রায় ১০ হাজার ইরাকি সেনা। খরচ হয়েছে ৮০ হাজার কোটি ডলার।

ফিলিপিন্সে বন্যায় মৃত্যু বেড়ে ৬৫২
টাইফুন ‘ওয়াশি’এর আঘাতে বিধ্বস্ত ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫২। সেখানে ঝড়ের কারণে নদী ফুঁসে উঠে বহু লোকালয় ভাসিয়ে দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ‘কাগায়ান দি অরো’য় মৃত্যু হয়েছে ২৩৯ জনের। ইলিগান শহরে মারা গিয়েছেন ১৯৫ জন। ফিলিপিন্সে রেড ক্রসের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ৮০৮ জন নিখোঁজ। বহু গ্রাম এখনও বিচ্ছিন্ন। উদ্ধারকাজ চলছে।

পাকিস্তানে ধৃত ১২ ভারতীয় মৎস্যজীবী
পাক জলসীমা অতিক্রম করার অভিযোগে ১২ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান। করাচির বন্দর এলাকার পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ- নিরাপত্তা সংস্থার এক মুখপাত্র। তাঁদের দুটি নৌকাও আটক করা হয়েছে। গত মাসে একই ভাবে পাক নৌ-নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়েন ১২২ ভারতীয় মৎস্যজীবী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.