খেলার টুকরো খবর

সফল বনপাশ
ভাতার ব্লকে পাইকা ক্রীড়ায় অনূর্ধ্ব ১৬ খোখো-য় ছেলে ও মেয়েদের গ্রুপে খেতাব জেতার হ্যাটট্রিক করল বনপাশ শিক্ষা নিকেতন। কালনা অঘোরনাথ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই স্কুলের পাঁচ ছাত্রছাত্রী রাজ্য বিদ্যালয় খোখো-তে অনূর্ধ্ব ১৪ বিভাগে সুযোগ পেয়েছে। তারা হল বাপী মণ্ডল, পাউলুস হাঁসদা, দীপা মণ্ডল, জ্যোৎস্না হাঁসদা ও সাবিত্রী মাঝি। এ ছাড়া রায়পুর কাশিয়াড়ার আয়ান চট্টোপাধ্যায়ও এই দলে সুযোগ পেয়েছেন। ২৩ ডিসেম্বর থেকে রাজ্য দলের ক্যাম্প শুরু হবে। দিল্লিতে আন্তঃরাজ্য প্রতিযোগিতা হবে ২৮ ডিসেম্বর।

স্মৃতি ফুটবল
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন পরিচালিত সুধীরকুমার মণ্ডল, রণজিৎকুমার রাজা স্মৃতি মাহিন্দ্রা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল বর্ধমান লোকো কোচিং সেন্টার। রবিবার অভিরামপুর ফুটবল মাঠের খেলায় তারা হাওড়া জেলা কোচিং সেন্টারকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে গেল। গোল করেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। ক্লাব সভাপতি রবিলোচন মণ্ডল জানান, ১৪ জানুয়ারি ফাইনালে এ দিনের বিজয়ী দল শ্যাওড়াফুলি একাদশের মুখোমুখি হবে।

কল্যাণ স্মৃতি প্রথম
রাধারানি স্টেডিয়ামে বর্ধমান সদর মহকুমার বিভিন্ন ক্লাবকে নিয়ে অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হল রবিবার। দলগত বিভাগে ২১২ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে কল্যাণ স্মৃতি সঙ্ঘ। ১৮৮ পেয়ে জাতীয় সঙ্ঘ দ্বিতীয় ও ৮০ পয়েন্ট পেয়ে আরএইউসি তৃতীয় হয়েছে। ৭৪ পয়েন্ট পাওয়া গুসকরা জোনাল হয়েছে চতুর্থ। প্রায় ৩০০ প্রতিযোগী যোগ দিয়েছিলেন।

জয়ী কেডিসিসি
মদনডিহি ক্রিকেট ক্লাব আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় জয়ী হল কেডিসিসি। তারা তেঁতুলাহাট, বাঁকুড়াকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে তেঁতুলাহাট ৬৪ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কেডিসিসি।

বার্ষিক ক্রীড়া
বার্নপুর রিভার সাইড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে প্রায় দেড় হাজার প্রতিযোগী যোগ দেয়। অধ্যক্ষ সুশীল কুমার সিংহ জানান, প্রতি বছর কিছু অভিনবত্ব রাখার চেষ্টা করা হয় যাতে তা আকর্ষণীয় হয়ে ওঠে।

আন্তঃস্কুল ফুটবল
এফআরসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল দেশবন্ধু হিন্দি উচ্চ বিদ্যালয়। এফআরসি মাঠে তারা পঞ্চমপল্লি উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়।

জয়ী পরিহারপুর
রবিন কাজি স্মৃতি ক্রিকেটের রবিবারের খেলায় পরিহারপুর ৭০ রানে হিজলগড়ার কাজিপাড়াকে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.