যৎকিঞ্চিৎ...
পৃথিবীর যমজ সম্ভবত খুঁজিয়া পাওয়া গেল। কেপলার ২২বি নামক গ্রহটি পৃথিবী অপেক্ষা সুখের হওয়ারই সম্ভাবনা। তাহা নাকি চিরবসন্তের দেশ, তাপমাত্রা সর্বদাই ২২ ডিগ্রি সেন্টিগ্রেডে বাঁধা। অর্থাৎ, সেইখানে বিশ্ব-উষ্ণায়ন নাই, উষ্ণায়নের সমাধান খোঁজার বাৎসরিক নাটক নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিও নাই। সেখানে চিনও নাই, ফলে নিয়মিত মানবাধিকার হরণের খেলাও চলে না। চিন না থাকিলে ভারত নাই। ভারত না থাকিলে দুর্নীতি নাই, দুর্নীতি না থাকিলে অণ্ণা হজারের মহাত্মা হইয়া উঠিবার সাধনাও নাই। সি পি আই এম নাই, ফলে লোকাল কমিটি নাই, বিদেশি বিনিয়োগের বিরোধিতা নাই। ক্রিকেটের দোহাই পাড়িয়া টি টোয়েন্টির অত্যাচার নাই, টেলিভিশনে বিজ্ঞাপনের রমরমা নাই। বস্তুত, টেলিভিশনই নাই, ফলে মেগা সিরিয়ালও নাই। অন্তর হইতে বার্তা আসিতেছে, সেই গ্রহে আফগানিস্তান নাই, তালিবান নাই, আজমল কাসভও নাই। এত কিছু যখন নাই, তখন কি আর্থিক মন্দা থাকিবে? মনে হয় না। ফলে, চাকরি যাওয়ার সম্ভাবনা নাই, আবশ্যিক ‘চুল ছাঁটাই’-ও নাই। মহাকাশযানের টিকিটের জন্য অতঃপর যদি নাসা-র সদর দফতরে লাইন পড়ে, বিস্মিত হইবেন না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.