টুকরো খবর |
লোকপাল নিয়ে সর্বদল বৈঠক ১৪ই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লোকপাল বিল নিয়ে আগামী বুধবার, ১৪ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। লোকপাল নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে জমা পড়লেও তা খারিজ করে আন্দোলনে নামছে অণ্ণা শিবির। কাল এক দিনের অনশন করবেন অণ্ণা। লোকপাল নিয়ে তাদের ডাকা মহা বিতর্কে বিজেপি এবং সিপিএমের তরফে নেতা-নেত্রীরা হাজিরও থাকবেন বলে জানা গিয়েছে। এই অবস্থায় সর্বদল ডেকে অণ্ণাদের একঘরে করার একটা চেষ্টা বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, স্থায়ী কমিটির রিপোর্টে লোকপাল নিয়ে বিরোধীদের সঙ্গে মতভেদ নিয়ে যথাসম্ভব কমানোর চেষ্টা হয়েছে। সে কথা উল্লেখ করেই এ ব্যাপারে সহযোগিতা চাইতে পারেন প্রধানমন্ত্রী। অণ্ণা এ দিন লোকপাল বিল নিয়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে আক্রমণ করেছেন। শনিবার সাংবাদিক বৈঠকে অণ্ণা বলেন,“কেন্দ্র দেশকে ঠকিয়েছে। লোকপাল নিয়ে অনেক প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি। কেন্দ্রের এই পদক্ষেপের পিছনে রাহুল গাঁধীর হাত আছে বলে আমাদের সন্দেহ।” লোকপাল বিল পাশ না হলে রামলীলা ময়দানে ২৭ ডিসেম্বর থেকে ফের অনশনে বসতে চান অণ্ণা। কিন্তু, সে বিষয়ে এখনও দিল্লি পুলিশের অনুমতি পায়নি অণ্ণা শিবির। অণ্ণার পরিকল্পনা জানতে চেয়েছে পুলিশ।
|
অরুণাচলে আগুনে ছাই ১৫০ বাড়ি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় অরুণাচলে অন্তত দেড়শো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। মারা গেল এক কিশোর। প্রথম ঘটনাটি ঘটে উজানি সুবনসিরি জেলায় দাপোরিজুর এয়ারপোর্ট কলোনিতে। দ্বিতীয় দুর্ঘটনাটি নমনি সুবনসিরি জেলায় হাপোলির প্যারালাইন এলাকায়। পুলিশ জানায়, কাল শেষ রাতে এয়ারপোর্ট কলোনির কাঠের বাড়িগুলিতে কোনও ভাবে আগুন লাগে। শীতের রাতে বাসিন্দারা ঘুমের ঘোরে থাকায় আগুন লাগার বিষয়টি টের পেতে দেরি হয়। ততক্ষণে আগুন গ্রাস করে নেয় একের পর এক বাড়ি। ১৪ বছরের কিশোর টানি লুসি টামিন ঘর থেকে বের হতে না পেরে পুড়ে মারা যায়। তার মা ও দুই বোন কোনওক্রমে বেরিয়ে এসেছিলেন। তাঁরাও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এখানে অন্তত ৫০টি বাড়ি পুড়ে চাই হয়ে গিয়েছে। টাগিন ওয়েলফেয়ার সোসাইটি ঘটনার জন্য জেলা প্রশাসনকে দায়ী করে জানায়, বারবার বলা সত্ত্বেও দাপোরিজুতে অগ্নিনির্বাপক গাড়ির সংখ্যা বাড়ানো হয়নি। কালও মাত্র দু’টি গাড়ি আগুন নেভাতে এসেছিল। ফলে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কাল রাতেই হাপোলির পারালাইন এলাকায় আগুন লেগে অন্তত ১০০টি বাড়ি পুড়ে যায়। পুলিশ জানায়, দমকলের দুটি গাড়ি, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। বিপুল সম্পত্তিহানি ঘটলেও সময়মতো টের পাওয়ায় এখানে প্রাণহানি এড়ানো গিয়েছে। আজ ভোরে মেঘালয়ের রি-ভয় জেলার উমকিনসির গ্রামে পাঁচটি শিশু-সহ ছয়জনের মৃত্যু হয়েছে।
|
অপহৃত চা-কর্তা মুক্তি পেলেন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহৃত চা বাগান মালিককে ছেড়ে দিল অপহরণকারীরা। কাল রাতে ডিগবয়ের আপার ডিহিং অরণ্যে প্রণব গোস্বামী নামে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ছয় সশস্ত্র দুষ্কৃতী প্রণববাবুকে তিনসুকিয়া জেলার পেঙেরির বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। তিনটি বাইকে চেপে অপহরণকারীরা এসেছিল। পুলিশের সন্দেহ, পরেশপন্থী আলফারই হাত আছে এই অপহরণের পিছনে। ঘটনার পরে দুষ্কৃতীদের সন্ধানে নামা কোবরা বাহিনীর সঙ্গে আলফার গুলি বিনিময়ও হয়। তবে, পরেশপন্থী আলফার দাবি, অপহরণের এই ঘটনায় তারা জড়িত নয়। জানা গিয়েছে, কাল, অপহরণকারীরা প্রণববাবুকে জঙ্গলে ছেড়ে দিয়ে যায়। সেখান থেকে পায়ে হেঁটে ১ নম্বর নলনি গ্রামে হাজির হন তিনি। স্থানীয় এক কৃষক তাঁকে আশ্রয় দেন। পরে, খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে প্রণববাবুকে নিয়ে আসে। প্রাথমিক শুশ্রূষার পরে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তবে, অপহরণ কেন করা হয়েছিল, কোন শর্তে মুক্তি পেলেন প্রণববাবু, পুলিশ তা জানায়নি।
|
দুনে আগুন, ধৃতরা জামিন পেলেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
দুন এক্সপ্রেসে আগুনের ঘটনায় ধৃত রেল কর্মী এ কে চট্টোপাধ্যায়,
গোপাল মুখোপাধ্যায় ও ভোলা মজুমদার। ছবি: চন্দন পাল |
দুন এক্সপ্রেসের আগুন লাগার ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন রেল কর্মীকে শুক্রবার গ্রেফতার করেছিল ঝাড়খণ্ড রেল পুলিশ। শনিবার ওই তিন জনকেই জামিন দিয়েছে ধানবাদ রেল পুলিশের আদালত। ধৃত তিন জনের মধ্যে দু’জন হলেন পুড়ে যাওয়া দুটি কামরার কোচ অ্যাটেন্ড্যান্ট। অন্য জন রেলের এক সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ধৃতদের পক্ষের আইনজীবী অতনু বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, ধানবাদে রেল পুলিশের আদালতে বিশেষ বিচারক ওই তিন জনের জামিন মঞ্জুর করেন। তিনি জানান, দুন এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনায় গুমো রেল পুলিশ থানায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই রেল পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে। ২২ নভেম্বর ধানবাদ ডিভিশনের নিমিয়াঘাট স্টেশনের কাছে বাতানুকূল দু’টি কামরায় আগুন ধরে ৭ জনের মৃত্যু হয়।
|
বিদেশ মন্ত্রকে নয়া মুখপাত্র
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিষ্ণুপ্রকাশের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসাবে নিযুক্ত হতে চলেছেন সৈয়দ আকবরুদ্দিন। মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। ১৯৮৫-র এই আইএফএস অফিসার ভিয়েনায় আন্তর্জাতিক শক্তি সংস্থায় (আইএইএ) চার বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আপাতত বিদেশ মন্ত্রকের জনসংযোগ শাখার অফিসার বিষ্ণুপ্রকাশ দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত পদে নিয়োগ হবেন। পশ্চিম এশিয়ার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে আরবি ভাষায় দক্ষ আকবরুদ্দিনের। রিয়াধ ছাড়াও তিনি ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত জেড্ডায় কাজ করেছেন কনসাল জেনারেল হিসাবে। এ ছাড়াও ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে এবং নিউ ইয়র্কের স্থায়ী মিশনে কাজ করেছেন আকবরুদ্দিন।
|
জঙ্গিদের গুলিতে খুন খনি ম্যানেজার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এ বার গারো পাহাড় ছেড়ে খাসি পাহাড়েও হানা দিল জিএনএলএ জঙ্গিরা। এই জঙ্গিদের গুলিতে খুন হলেন দীপ রাই নামে কয়লাখনির এক ম্যানেজার। পশ্চিম খাসি পাহাড়ের প্রত্যন্ত গ্রাম রাজাজুতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, রাতে খাদানের শিবিরে সশস্ত্র জঙ্গিরা হাজির হয়। তাদের দেখেই শ্রমিকরা শিবির ছেড়ে পালিয়ে যান। ম্যানেজার দীপ রাইকে ধরে ফেলে জঙ্গিরা। ঘটনাস্থলেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ভবানী নামে এক কয়লা রফতানিকারক ওই খাদানের মালিক। গারো পাহাড়ের তিনটি জেলায় কার্যত ‘রাজত্ব চালানো’ গারো জঙ্গিরা এ বার কয়লাসমৃদ্ধ খাসি পাহাড়েও ঘাঁটি বাড়াচ্ছে। সেখানকার খনি মালিকদের কাছে মোটা তোলা চেয়ে হুমকি চিঠিও পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, দাবি মতো টাকা না পেয়েই জিএনএলএ এই কাণ্ড ঘটিয়েছে।
|
ঘুষ নিতে গিয়ে ধৃত ডিএসপি
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্স অফিসাররা হাতেনাতে ধরল রাজ্য পুলিশের এক ডিএসপিকে। ধৃত বাঁকে রজক দ্বারভাঙা জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার। ওই পুলিশ অফিসার এ দিন তাঁর অফিসে বসে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্সের হাতে ধরা পড়ে যান। রবীন্দ্র সিংহ নামে জেডইউ-এর এক সমর্থকের খবরের ভিত্তিতে ভিজিল্যান্স দফতর ওই অফিসারকে ধরে। রাজ্য ভিজিলেন্সের এডিজি সি পি ঠাকুর বলেন, “বেহেরি ব্লকের বিডিও-র বিরুদ্ধে তদন্তের ব্যাপারে তদন্তকারী দলকে ‘গাইড’ করার কথা ছিল ওই অফিসারের। এই ব্যাপারে ভিজিলেন্স দফতরকে তাঁর একটি রিপোর্ট দেওয়ারও কথা ছিল।” তদন্তে ‘জল ঢেলে দেওয়ার’ শর্তে ওই পুলিশ অফিসারে সঙ্গে ৭০ হাজার টাকার রফা হয়।
|
রাসমঞ্চ থেকে পড়ে মৃত্যু হল বালকের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাস মঞ্চ থেকে পড়ে মারা গেল একটি বালক। ঘটনাটি ঘটেছে উজানি অসমের দুলিয়াজানে। পুলিশ জানায়, দুলিয়াজান বিহুটলিতে কাল রাতে রাসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার আগে, অয়েল ইন্ডিয়ার কর্মী নব গগৈয়ের আট বছরের ছেলে নিবিড় গগৈ মঞ্চের উপরে খেলছিল। আচমকাই মঞ্চের লোহার রেলিং ভেঙে সে নীচে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে নিবিড়কে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার জেরে রাসের অনুষ্ঠান স্থগিত রাখা হয়।
|
বাইক দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
কাল রাতে একটি অটো ও একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন। দুর্ঘটনাটি ঘটেছে ধর্মনগরের কলেজ রোডে, কালীবাড়ির সামনে। ধর্মনগর কলেজের দিক থেকে আগরতলায় আসছিল অটোটি। উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে অটোর ধাক্কায় বাইকের দুই আরোহীই ছিটকে পড়েন। বিমল মালাকার (৩৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়।
|
করাচিতে আমন্ত্রণ নরেন্দ্র মোদীকে
সংবাদসংস্থা • আমদাবাদ |
পাকিস্তানের ব্যবসায়ীদের একটি বিশেষ প্রতিনিধি দল কাল দেখা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গুজরাত ও পাকিস্তানের শিল্প ও বাণিজ্য নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। সরকারি সূত্রে খবর, মোদীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন করাচি বণিকসভার প্রতিনিধিরা। তাঁরা বাণিজ্য সংক্রান্ত পরামর্শ নিতে মোদীকে করাচিতে আমন্ত্রণ জানান।
|
কুড়ানকুলামের ১০ কর্মী ‘আটক’
সংবাদসংস্থা • কুড়ানকুলাম |
কুড়ানকুলাম পরমাণু কেন্দ্র গড়ার বিরুদ্ধে আন্দোলনকারী গ্রামবাসীরা আজ ১০ জন ঠিকে শ্রমিককে আটকে রাখেন। পরমাণু কেন্দ্র গড়ার কাজ বন্ধ করার দাবিতে আজও কেন্দ্রটির গেটের বাইরে জমায়েত হয়েছিলেন কয়েকশো গ্রামবাসী। তাঁরাই ঠিকে কাজ করতে আসা ১০ শ্রমিককে আটকে রাখেন। পরমাণু কেন্দ্র গড়ার প্রতিবাদে তামিলনাড়ুর তিরুনেলা ও আশপাশের কয়েকটি জেলার গ্রামবাসীরা এখনও রিলে অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের অনশন-পর্ব ৫০ দিন পেরিয়েছে। |
|